বাংলাদেশে প্রথম ট্যুরিজম ভিত্তিক নিউজ পোর্টাল|Friday, January 10, 2025
সাইটে আপনার অবস্থানঃ Home » আর্ন্তজাতিক » ১৯৬৪ সালের পর এই প্রথম আলিগড়ে যাচ্ছেন ভারতের প্রধানমন্ত্রী

১৯৬৪ সালের পর এই প্রথম আলিগড়ে যাচ্ছেন ভারতের প্রধানমন্ত্রী 

163544_bangladesh_pratidin_modi

১৯৬৪ সালের পর অর্থাৎ গত সাড়ে পাঁচ দশকের মধ্যে আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়ের কোনো অনুষ্ঠানে যোগ দেননি ভারতের কোনো প্রধানমন্ত্রী। এবার সেখানে শতবর্ষের অনুষ্ঠানে যোগ দিচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। আগামী ২২ ডিসেম্বর প্রধানমন্ত্রী হিসেবে প্রথমবার আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়ের অনুষ্ঠানে যোগ দিচ্ছেন মোদি।

বুধবার বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর তারিক মনসুর জানিয়েছেন, শতবর্ষের এই অনুষ্ঠান আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়ের জন্য মাইলফলক হয়ে থাকবে। আমন্ত্রণ গ্রহণ করার জন্য আমি প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানাই। এই ঐতিহাসিক অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর উপস্থিতি আমাদের বিশ্ববিদ্যালয়ের পরিসর বাড়াতে সাহায্য করবে।

রাষ্ট্রপতি রামনাথ কোভিন্দের এই শতবর্ষের অনুষ্ঠানের উদ্বোধন করার কথা ছিল। কিন্তু তিনি যাচ্ছেন না। আগামী বছর ফেব্রুয়ারিতে একটি অনুষ্ঠানে যোগ দেবেন রাষ্ট্রপতি।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির এই আলিগড় বিশ্ববিদ্যালয়ের অনুষ্ঠানে যোগ রাজনৈতিকভাবেও বেশ গুরুত্বপূর্ণ। তাই মোদির এই সফর ঘিরে অন্য আশঙ্কা করছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

শেষবার ১৯৬৪ সালে প্রধানমন্ত্রী হিসেবে আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়ের সমাবর্তনে যোগ দিয়েছিলেন লালবাহাদুর শাস্ত্রী।

শেয়ার করুন !!Share on FacebookTweet about this on TwitterShare on Google+Share on LinkedInShare on RedditBuffer this pageDigg thisShare on TumblrPin on PinterestShare on StumbleUponFlattr the authorEmail this to someone