ইসিতে যাচ্ছে আওয়ামী লীগের প্রতিনিধি দল
এইদেশ এইসময়, ঢাকা : সংরক্ষিত নারী আসনের সংখ্যা বন্টনের জন্য জোটের অবস্থান জানাতে নির্বাচন কমিশন (ইসি) সচিবালয়ে আসছে আওয়ামী লীগের একটি প্রতিনিধি দল।
রোববার বিকাল তিনটায় আওয়ামী লীগের নির্বাচন পরিচালনা কমিটির প্রতিনিধি দল ইসিতে আসবে বলে জানা গেছে।
সংসদের সংরক্ষিত নারী আসনের নির্বাচনের পূর্বে আওয়ামী লীগের সঙ্গে রাজনৈতিক দলগুলোর জোটের ব্যাপারে ইসিকে জানাতে তারা কমিশনে আসবে। নির্বাচনের পর নির্বাচন কমিশন নারী আসনে নির্বাচনের স্বার্থে প্রত্যেক রাজনৈতিক দল এবং স্বতন্ত্র প্রার্থীদের রাজনৈতিক জোট, দল এবং স্বতন্ত্র প্রার্থীদের অবস্থান জানতে চেয়ে চিঠি দেয়।
সংরক্ষিত নারী আসনে প্রার্থী নির্বাচনের জন্য সংসদ সদস্যদের দলীয় বা জোটের সদস্য সংখ্যা অনুযায়ী নারী আসন বন্টন করা হবে।
ইতোমধ্যে কয়েকটি রাজনৈতিক দল তাদের দলীয় অবস্থান জানিয়ে চিঠি দিয়েছে। কমিশনের বেঁধে দেয়া সময়ের শেষ দিন আজ আওয়ামী লীগ তাদের জোটের দলগুলোর অবস্থান জানাবে বলে জানা গেছে। তবে এ জোটে ওয়ার্কাস পার্টি ও জাসদ নেই বলে একটি সূত্র জানিয়েছে।
আওয়ামী লীগের প্রতিনিধি দলের নেতৃত্বে থাকবেন নির্বাচন পরিচালনা কমিটির কো চেয়ারম্যান এইচটি ইমাম।