ইমরানের পদত্যাগ চাইছে পাকিস্তানের বিরোধীদলীয় জোট
আগামী বছরের ৩১ জানুয়ারির মধ্যে পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানের পদত্যাগ চাইছেন দেশটির বিরোধী দলীয় জোটের নেতাকর্মীরা। এই পদত্যাগ দাবি করেছে দেশটির ১১-দলীয় জোট পাকিস্তান ডেমোক্র্যাটিক মুভমেন্ট (পিডিএম)।
ইমরানের সরকার ৩১ জানুয়ারির মধ্যে পদত্যাগ না করলে তারা কঠোর আন্দোলের ঘোষণা দিয়েছেন। ইসলামাবাদের উদ্দেশ্যে লং মার্চও শুরু করতে পারে বিরোধী দলীয় এই জোট।
পাকিস্তানের সংবাদমাধ্যম ডন জানায়, জামিয়াত উলেমা-ই-ইসলামের নেতা মাওলানা ফজলুর রেহমান বলেছেন, ‘আজ আমরা স্পষ্ট করে বলতে চাই, ৩১ জানুয়ারির মধ্যে এই সরকারকে পদত্যাগ করতে হবে।’
পাকিস্তান মুসলিম লিগের (পিএমএল-এন) নেতা মরিয়ম নওয়াজ, পাকিস্তান পিপলস পার্টির (পিপিপি) চেয়ারপারসন বিলাওয়াল ভুট্টোরসহ জোটের অন্য নেতাদের উপস্থিতিতে সংবাদিকদের উদ্দেশে বক্তব্যে এ কথা বলেন রেহমান।
যদি এসময়ের মধ্যে সরকার পদত্যাগ না করে, তাহলে ১ ফেব্রুয়ারি থেকে ইসলামাবাদের উদ্দেশে লং মার্চের ঘোষণা আসতে পারে। পিডিএমের সব নেতা-কর্মী এবং পাকিস্তানের জনগণকে লং মার্চে যোগ দেওয়ার প্রস্তুতি নিতে বলেন তিনি।