আফগানিস্তানে ধর্মীয় অনুষ্ঠানে ভয়াবহ বোমা হামলা, শিশুসহ নিহত ১৫
আফগানিস্তানের গজনি প্রদেশে একটি ধর্মীয় অনুষ্ঠানে বোমা হামলায় কমপক্ষে ১৫ জন নিহত হয়েছে। শুক্রবারের এ ঘটনায় আহত হয়েছে আরও বেশ কয়েক জন।
স্থানীয় প্রশাসন বলছে, নিহতদের বেশিরভাগই শিশু।
রাজ্য গভর্নর জানান, একটি কোরআন তেলাওয়াতের অনুষ্ঠানে বাইকে করে ভয়াবহ বিস্ফোরণ ঘটনা হয়। আহতদের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। নিহতদের সংখ্যা আরও বাড়ার শঙ্কা চিকিৎসকদের।
এ ঘটনার পরপরই আশপাশের এলাকায় বাড়ানো হয়েছে নিরাপত্তা ব্যবস্থা। এখন পর্যন্ত এ হামলার দায় স্বীকার করেনি কোনও গোষ্ঠী। তবে প্রশাসনের ধারণা, হামলা চালিয়েছে সশস্ত্র তালেবান গোষ্ঠী।
Posted in: আর্ন্তজাতিক