বাংলাদেশে প্রথম ট্যুরিজম ভিত্তিক নিউজ পোর্টাল|Friday, January 10, 2025
সাইটে আপনার অবস্থানঃ Home » আর্ন্তজাতিক » আফগানিস্তানে ধর্মীয় অনুষ্ঠানে ভয়াবহ বোমা হামলা, শিশুসহ নিহত ১৫

আফগানিস্তানে ধর্মীয় অনুষ্ঠানে ভয়াবহ বোমা হামলা, শিশুসহ নিহত ১৫ 

124452_bangladesh_pratidin_Afghanistan

আফগানিস্তানের গজনি প্রদেশে একটি ধর্মীয় অনুষ্ঠানে বোমা হামলায় কমপক্ষে ১৫ জন নিহত হয়েছে। শুক্রবারের এ ঘটনায় আহত হয়েছে আরও বেশ কয়েক জন।

স্থানীয় প্রশাসন বলছে, নিহতদের বেশিরভাগই শিশু।

রাজ্য গভর্নর জানান, একটি কোরআন তেলাওয়াতের অনুষ্ঠানে বাইকে করে ভয়াবহ বিস্ফোরণ ঘটনা হয়। আহতদের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। নিহতদের সংখ্যা আরও বাড়ার শঙ্কা চিকিৎসকদের।

এ ঘটনার পরপরই আশপাশের এলাকায় বাড়ানো হয়েছে নিরাপত্তা ব্যবস্থা। এখন পর্যন্ত এ হামলার দায় স্বীকার করেনি কোনও গোষ্ঠী। তবে প্রশাসনের ধারণা, হামলা চালিয়েছে সশস্ত্র তালেবান গোষ্ঠী।

শেয়ার করুন !!Share on FacebookTweet about this on TwitterShare on Google+Share on LinkedInShare on RedditBuffer this pageDigg thisShare on TumblrPin on PinterestShare on StumbleUponFlattr the authorEmail this to someone