অস্ত্রসহ আওয়ামী লীগ নেতা আটক
ঝিনাইদহ প্রতিনিধি : ঝিনাইদহে দেশীয় অস্ত্র ও বোমাসহ মিঠু বিশ্বাস (৩৬) নামে এক আওয়ামী লীগ নেতাকে আটক করেছে র্যা ব। শনিবার রাতে সদর উপজেলার পোড়াহাটি গ্রামের নিজ বাড়ি থেকে তাকে আটক করা হয়।
আটক মিঠু বিশ্বাস পোড়াহাটি ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য ও পোড়াহাটি গ্রামের মৃত শমসের বিশ্বাসের ছেলে।
র্যাব-৬ ঝিনাইদহ ক্যাম্পের স্কোয়ান লিডার ফয়সাল আহমেদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার রাতে সদর উপজেলার পোড়াহাটি গ্রামে মিঠুর বাড়িতে অভিযান চালানো হয়। এ সময় তার বাড়ি তল্লাশি করে চারটি তাজা বোমা ও সাতটি রামদা পাওয়া যায়। উপজেলা নির্বাচনে প্রার্থীদের প্রচারণায় বাধা দেয়াসহ নির্বাচনী পরিবেশ বিঘ্ন ঘটানোর অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে।
এছাড়া সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগে ঝিনাইদহ সদর থানায় মিঠু বিশ্বাসের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে।