বাংলাদেশে প্রথম ট্যুরিজম ভিত্তিক নিউজ পোর্টাল|Sunday, December 22, 2024
সাইটে আপনার অবস্থানঃ Home » আর্ন্তজাতিক » মহাত্মা গান্ধীর আদর্শ ধ্বংস করতে চায় মোদি

মহাত্মা গান্ধীর আদর্শ ধ্বংস করতে চায় মোদি 

rahul ai

ইন্টারন্যাশনাল ডেস্ক : মোদি মানুষকে ধোঁকা দিচ্ছেন` এবং মহাত্মা গান্ধীর আদর্শ ধ্বংস করার চেষ্টা করছেন বলে অভিযোগ করেছেন রাহুল গান্ধী।

গতকাল শনিবার গুজরাটের আদিবাসী অধ্যুষিত বরদোলিতে এক জনসভায় দেওয়া ভাষণে তিনি এ অভিযোগ করেন।
গুজরাটের মুখ্যমন্ত্রী নরেন্দ্র মোদিকে ভারতের আসন্ন লোকসভা নির্বাচনে দলের পক্ষে প্রধানমন্ত্রী প্রার্থী ঘোষণা করেছে বিজেপি। কংগ্রেস নির্বাচনের আগে প্রধানমন্ত্রী প্রার্থীর নাম ঘোষণা করবে না। তবে কংগ্রেস জয়ী হলে রাহুলের প্রধানমন্ত্রী হওয়ার জোর সম্ভাবনা রয়েছে। তিনি নির্বাচনী প্রচারে নেতৃত্ব দেবেন।

গতকাল শনিবার রাহুল অভিযোগ করেন, গুজরাটের উন্নয়নের মিথ্যা আশ্বাস দিচ্ছে মোদি। গরিবদের অবহেলা করে মোদি `ধনীদের নিয়ে সরকার চালাচ্ছেন`।

জনসভায় এক দল সমর্থক মোদির অতীতকে কটাক্ষ করে `চা-ওয়ালা` বলে স্লোগান দিতে শুরু করে। এ সময় রাহুল বলেন, `প্রতিটি চা-ওয়ালা, প্রতিটি রিকশাচালক, প্রতিটি কৃষকের সম্মান পাওয়ার অধিকার রয়েছে। কিন্তু যে মানুষকে ধোঁকা দিচ্ছে, সম্মান পাওয়ার অধিকার নেই তার।`

বিজেপির মতাদর্শিক সংগঠন রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ (আরএসএস) মহাত্মা গান্ধীর আদর্শ ধ্বংস করছে বলেও অভিযোগ করেন রাহুল। গুজরাটে কংগ্রেসের সাবেক নেতা ও ভারতের প্রথম স্বরাষ্ট্রমন্ত্রী সরদার বল্লবভাই প্যাটেলের ৫৯৭ ফুট উঁচু ভাস্কর্য নির্মাণ নিয়েও আক্রমণ করেন।

রাহুল বলেন, `ইতিহাস ও পরম্পরা সম্পর্কে কোনো ধারণাই নেই কিছু নেতার। মহাত্মা গান্ধী ও সরদার বল্লবভাই প্যাটেল কংগ্রেসের আদর্শ গঠন করে গেছেন। কিন্তু বিজেপি এখন ওই আদর্শ দেশ থেকে মুছে ফেলতে চায়।

শেয়ার করুন !!Share on FacebookTweet about this on TwitterShare on Google+Share on LinkedInShare on RedditBuffer this pageDigg thisShare on TumblrPin on PinterestShare on StumbleUponFlattr the authorEmail this to someone