ধীরে ধীরে কমতে শুরু করছে শৈত্যপ্রবাহ
দিনের তাপমাত্রা বাড়তে থাকায় ধীরে ধীরে কমতে শুরু করছে শৈত্যপ্রবাহ। মাঝারি শৈত্যপ্রবাহ কেটে মৃদু শৈত্যপ্রবাহ বিরাজ করছে এখন। সেই সঙ্গে এর বিস্তারও কমছে।
সোমবার দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৭.৫ ডিগ্রি সেলসিয়াস।
আবহাওয়া অধিদফতর জানিয়েছে, শীত পরিস্থিতির উন্নতি হলেও এখন সংশ্লিষ্ট এলাকায় মাঝারি থেকে মৃদু শৈত্যপ্রবাহ বিরাজ করছে। সর্বশেষ পর্যবেক্ষণ অনুযায়ী গোপালগঞ্জ, সীতাকুণ্ড, কুমিল্লা বদলগাছি, শ্রীমঙ্গল, তেঁতুলিয়া, রাজারহাট ও চুয়াডাঙ্গায় শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে। দু’একদিনের মধ্যে কিছু জায়গায় শৈত্যপ্রবাহ কেটে যেতে পারে।
গতকাল গোটা রংপুর বিভাগ, বরিশাল বিভাগের কয়েকটি এলাকাসহ দেশের বিভিন্ন স্থানে শৈত্যপ্রবাহ বয়ে যায়। কিন্তু সোমবারে রংপুর বিভাগের কয়েকটি স্থানে শৈত্যপ্রবাহ থাকলেও বরিশাল বিভাগে এই পরিস্থিতি থেকে মুক্ত হয়েছে।