বাংলাদেশে প্রথম ট্যুরিজম ভিত্তিক নিউজ পোর্টাল|Sunday, January 12, 2025
সাইটে আপনার অবস্থানঃ Home » জাতীয় » ৪৩তম বিসিএস পরীক্ষার আবেদনের সময়সীমা বাড়ানোর অনুরোধ

৪৩তম বিসিএস পরীক্ষার আবেদনের সময়সীমা বাড়ানোর অনুরোধ 

175947_bangladesh_pratidin_khulna-varsity-pic

৪৩তম বিসিএস পরীক্ষার আবেদনের সময়সীমা আগামী বছরের ৩০ এপ্রিল পর্যন্ত বাড়ানোর অনুরোধ জানিয়েছে খুলনা বিশ্ববিদ্যালয় (খুবি) কর্তৃপক্ষ।

সোমবার বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশনকে (পিএসসি) এ অনুরোধ জানিয়ে চিঠি দিয়েছে প্রতিষ্ঠানটি।

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ ফায়েক উজ্জামান পিএসসির চেয়ারম্যান মো. সোহরাব হোসাইন বরাবর এ চিঠি দিয়েছেন।

বিশ্ববিদ্যালয়ের সার্বিক একাডেমিক বিষয় নিয়ে উপাচার্যের সভাপতিত্বে সম্প্রতি এক মতবিনিময় সভা শহীদ তাজউদ্দীন আহমদ ভবনের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়। সভার সিদ্ধান্তবলীর মধ্যে বিসিএস পরীক্ষার আবেদনের সময়সীমা বাড়ানোর অনুরোধ জানিয়ে পিএসসিকে চিঠি দেয়ার সিদ্ধান্ত নেয়া হয়। তারই আলোকে এ চিঠি দেয়া হয়েছে।

সভায় চূড়ান্ত পরীক্ষা গ্রহণ, সব ডিসিপ্লিনের অনলাইন সেশনাল/প্রাক্টিক্যাল ক্লাসসহ শিক্ষার্থীদের স্বার্থ সংশ্লিষ্ট বিষয় নিয়ে বেশ কিছু বিষয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেয়া হয়। সভায় উপ-উপাচার্য প্রফেসর মোসাম্মাৎ হোসনে আরা, সব স্কুলের ডিন ও ডিসিপ্লিন প্রধান, ছাত্র বিষয়ক পরিচালক, প্রভোস্ট, সিইটিএল, আইকিউএসি, আইসিটিসেল, মডার্ন ল্যাংগুয়েজ সেন্টারের পরিচালক, জনসংযোগ ও প্রকাশনা বিভাগের পরিচালক (ভারপ্রাপ্ত) এবং পরীক্ষা নিয়ন্ত্রক (চলতি দায়িত্ব) উপস্থিত ছিলেন।

শেয়ার করুন !!Share on FacebookTweet about this on TwitterShare on Google+Share on LinkedInShare on RedditBuffer this pageDigg thisShare on TumblrPin on PinterestShare on StumbleUponFlattr the authorEmail this to someone