তাইওয়ান প্রণালীতে চীনা নৌবহর, পাল্টা রণতরী মোতায়েন তাইপের
সংঘাতের সম্ভাবনা উসকে এবার তাইওয়ান প্রণালী দিয়ে সফর চীনা নৌবহরের। সোমবার চীন জানিয়েছে, মোট পাঁচটি যুদ্ধজাহাজের ওই এয়ারক্র্যাফট কেরিয়ার গ্রুপের নেতৃত্বে ছিল যুদ্ধবিমানবাহী রণতরী ‘সানডং’। রবিবার ওই নৌবহর তাইওয়ান প্রণালী অতিক্রম করে।
স্বায়ত্তশাসিত দ্বীপরাষ্ট্র তাইওয়ানকে বরাবর নিজের অবিচ্ছেদ্য অঙ্গ হিসেবে দাবি করে এসেছে চীন। তাইওয়ানকে কবজা করতে প্রয়োজনে সামরিক পদক্ষেপ করা হতে পারে বলেও হঁশিয়ারী দিয়েছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। এ পরিস্থিতিতে তাইওয়ান প্রণালীতে চীনা নৌবহরের কার্যকলাপে যুদ্ধের মেঘ ঘনিয়েছে ওই অঞ্চলে।
যদিও চীনের দাবি, দক্ষিণ চীন সাগরে মহড়ার উদ্দেশে রওনা দিয়েছে ‘সানডং’ কেরিয়ার গ্রুপ। এদিকে, তাইওয়ানের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, গত বৃহস্পতিবার চীনের উত্তরে ডালিয়ান বন্দর থেকে রওনা দিয়েছে চীনা নৌবহর। তাদের গতিবিধির উওর নজর রাখতে ছয়টি রণতরী ও আটটি যুদ্ধবিমান মোতায়েন করেছে তাইওয়ান।
এক বিবৃতিতে তাইওয়ান জানিয়েছে, মাতৃভূমিকে রক্ষা করতে সক্ষম দেশের সেনাবাহিনী।
প্রসঙ্গত, চীনা নৌবহরের একদিন আগেই ওই এলাকা অতিক্রম করেছে মার্কিন নৌসেনার যুদ্ধজাহাজ। চীন ও তাইওয়ানের মধ্যে বয়ে যাওয়া বিস্তীর্ণ জলরাশিকে বলা হয় তাইওয়ান প্রণালী। ১৮০ কিলোমিটার চওড়া এই প্রণালী বর্তমানে দক্ষিণ চীন সাগরের অংশ। পূর্ব চীন সাগরের সঙ্গে উত্তরের সংযোগ ঘটিয়েছে তাইওয়ান প্রণালী।