মাধুরীর কণ্ঠে গান
বিনোদন ডেস্ক : বলিউডের জনপ্রিয় অভিনেত্রী মাধুরী দীক্ষিতের নাচের কথা আমাদের সবার জানা। সিনেমাপ্রেমী মানুষ তার নাচের পাগল। তার হাসিতে ভক্তদের মন ভরে যায়। তবে এবার নাচ, হাসি নয়, গানের মাধ্যমে ভক্তদের ভালোবাসা পেতে চাইলেন মাধুরী।
‘গুলাব গ্যাং’ ছবির জন্য তিনি নিজেই কণ্ঠ দিলেন। আগামী ৭ মার্চ ভারতে মুক্তি পাচ্ছে জুহি চাওলা ও মাধুরী দীক্ষিত অভিনীত আলোচিত ছবি ‘গুলাব গ্যাং’।
সৌমিক সেনের পরিচালনায় এ ছবির প্রধান ভূমিকায় আছেন মাধুরী নিজেই।
ওই ছবিতে ‘রাঙ্গি সারি গুলাবি চুনাড়িয়া’ শিরোনামের গানে কণ্ঠ দিয়েছেন মাধুরী। গানের শুরুতে মাধুরীর সঙ্গে কণ্ঠ মিলিয়েছেন মা শাস্ত্রীয় সঙ্গীতশিল্পী স্নেহলতা দীক্ষিত।
‘গুলাব গ্যাং’ উত্তর প্রদেশের একটি এলাকার মহিলাদের নিয়ে গড়া একটি গ্যাং। ওই গ্যাংয়ের সত্যিকার ঘটনা ফুটে উঠেছে ছবিটির মাধ্যমে।
বলিউডে এর আগে শাহরুখ খান, অভিষেক বচ্চন, অক্ষয় কুমার, প্রিয়াংকা চোপড়াসহ অনেকেই নিজের অভিনয় করা ছবিতে গান গেয়ে প্রশংসিত হয়েছেন।
এবার মাধুরীর গান কণ্ঠশিল্পী হিসেবে দর্শকদের কতটুকু বিমোহিত করতে পারেন সেটিই এখন দেখার বিষয়।