জাতীয় নদী রক্ষা কমিশনের সদস্য হলেন কামরুন নাহার
জাতীয় নদী রক্ষা কমিশনের সার্বক্ষণিক সদস্য হিসেবে নিয়োগ পেয়েছেন সরকারের অবসরপ্রাপ্ত অতিরিক্ত সচিব কামরুন নাহার আহমেদ। আগামী ৫ ফেব্রুয়ারি বা যোগদানের তারিখ থেকে পরবর্তী ৩ বছরের জন্য অতিরিক্ত সচিব পদমর্যাদা ও বেতনে তিনি এই নিয়োগ পেয়েছেন।
সোমবার (২১ ডিসেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ নিয়োগ সংক্রান্ত আদেশ জারি করা হয়েছে। অন্যান্য প্রতিষ্ঠান ও সংগঠনের সঙ্গে কর্ম-সম্পর্ক পরিত্যাগের শর্তে ‘জাতীয় নদী রক্ষা কমিশন আইন, ২০১৩’ অনুযায়ী তাকে এই নিয়োগ দেওয়া হয়েছে।
বর্তমানে নদী রক্ষা কমিশনের চেয়ারম্যান হিসেবে আছেন মুজিবুর রহমান হাওলাদার। এ ছাড়া কমিশনে বর্তমানে একজন সার্বক্ষণিক সদস্য ও তিনজন অবৈতনিক সদস্য আচেছেন।