বাংলাদেশে প্রথম ট্যুরিজম ভিত্তিক নিউজ পোর্টাল|Saturday, January 11, 2025
সাইটে আপনার অবস্থানঃ Home » জাতীয় » জাতীয় নদী রক্ষা কমিশনের সদস্য হলেন কামরুন নাহার

জাতীয় নদী রক্ষা কমিশনের সদস্য হলেন কামরুন নাহার 

 

221648_bangladesh_pratidin_reaver-2-bdpজাতীয় নদী রক্ষা কমিশনের সার্বক্ষণিক সদস্য হিসেবে নিয়োগ পেয়েছেন সরকারের অবসরপ্রাপ্ত অতিরিক্ত সচিব কামরুন নাহার আহমেদ। আগামী ৫ ফেব্রুয়ারি বা যোগদানের তারিখ থেকে পরবর্তী ৩ বছরের জন্য অতিরিক্ত সচিব পদমর্যাদা ও বেতনে তিনি এই নিয়োগ পেয়েছেন।

সোমবার (২১ ডিসেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ নিয়োগ সংক্রান্ত আদেশ জারি করা হয়েছে। অন্যান্য প্রতিষ্ঠান ও সংগঠনের সঙ্গে কর্ম-সম্পর্ক পরিত্যাগের শর্তে ‘জাতীয় নদী রক্ষা কমিশন আইন, ২০১৩’ অনুযায়ী তাকে এই নিয়োগ দেওয়া হয়েছে।

বর্তমানে নদী রক্ষা কমিশনের চেয়ারম্যান হিসেবে আছেন মুজিবুর রহমান হাওলাদার। এ ছাড়া কমিশনে বর্তমানে একজন সার্বক্ষণিক সদস্য ও তিনজন অবৈতনিক সদস্য আচেছেন।

শেয়ার করুন !!Share on FacebookTweet about this on TwitterShare on Google+Share on LinkedInShare on RedditBuffer this pageDigg thisShare on TumblrPin on PinterestShare on StumbleUponFlattr the authorEmail this to someone