মার্কিন সংসদের নিম্নকক্ষে ৯০০ বিলিয়ন ডলারের কভিড রিলিফ প্যাকেজ অনুমোদন
মার্কিন সংসদের নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদে ৯০০ বিলিয়ন ডলারের কভিড রিলিফ প্যাকেজ অনুমোদন দেওয়া হয়েছে। সোমবার এটি অনুমোদনের পর এটি সিনেটে পাঠানো হচ্ছে।
করোনার কারণে ক্ষতিগ্রস্ত ক্ষুদ্র ব্যবসা খাতকে ঘুরে দাঁড়াতে সহায়তা দেওয়া হবে এ প্যাকেজ থেকে। এছাড়া করোনা টিকা পরিবেশন ও ডেলিভারির ক্ষেত্রে বড় অঙ্কের অর্থ ব্যয় করা হবে এ প্যাকেজ থেকে। করোনার কারণে বহু আমেরিকান চাকরি হারিয়েছেন। তাদের এবং ফ্রন্টলাইন স্বাস্থ্যসেবা কর্মীদের সহায়তা করা হবে এ প্যাকেজ থেকে।
স্থানীয় সময় সোমবার সন্ধ্যায় সিনেটে এ প্যাকেজ পাশ হয়ে যাবে বলে আশা করা হচ্ছে
Posted in: আর্ন্তজাতিক