ফ্রান্সে ৩ পুলিশকে গুলি করে হত্যা, আহত আরও একজন
ফ্রান্সে তিন পুলিশ কর্মকর্তাকে গুলি করে হত্যা করা হয়েছে। আহত হয়েছেন আরও এক পুলিশ সদস্য।
এএফপি’র প্রতিবেদনে বলা হয়েছে, বুধবার মধ্য ফ্রান্সে তিন পুলিশকে গুলি করে হত্যার ঘটনা ঘটেছে।
ফ্রান্সের স্থানীয় সংবাদ মাধ্যমের খবরে বলা হয়েছে, দেশটির ‘সেইন্ট জাস্ট’ এলাকার কাছে পারিবারিক সহিংসতার ফোন পেয়ে এক নারীকে উদ্ধার করতে যায় পুলিশ। ঐ নারী বাড়ির ছাদে আশ্রয় নেয়।
বিএফএম টিভি’র প্রতিবেদনে বলা হয়েছে, পুলিশ ওই বাড়িতে প্রবেশের চেষ্টা করলে ৪৮ বছর বয়সী এক লোক গুলি ছুঁড়েন।
কর্মকর্তা জানিয়েছেন, ওই নারীকে উদ্ধার করা হয়েছে। সেসময় ঘটনাস্থলে আরো সাতজন পুলিশ উপস্থিত ছিলেন।
Posted in: আর্ন্তজাতিক