বাংলাদেশে প্রথম ট্যুরিজম ভিত্তিক নিউজ পোর্টাল|Sunday, December 22, 2024
সাইটে আপনার অবস্থানঃ Home » জাতীয় » হাসিনা এখন ভারতের ট্রেনে চড়ছে : রিজভী

হাসিনা এখন ভারতের ট্রেনে চড়ছে : রিজভী 

rizvi ai

প্রধান প্রতিবেদক : প্রধানমন্ত্রী শেখ হাসিনা জনগণকে সাথে নিয়ে বাংলাদেশের কোন ট্রেনে চড়তে পারেননি। তিনি ভাড়া করা ভারতের ট্রেনে চড়েছেন। আন্দোলনের মাধ্যমে এ ট্রেনকে বিতাড়িত করা হবে।

রোববার দুপুরের নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে এসব কথা বলেন দলের যুগ্ম মহাসচিব এডভোকেট রুহুল কবির রিজভী আহমেদ।

তিনি বলেন, শেখ হাসিনা এখন ডকটিন অব ফোর্স। উনি জোর করে শক্তি প্রয়োগের মাধ্যমে ক্ষমতায় থাকতে চান।

রিজভী বলেন, প্রবল লড়াই আর প্রতিরোধের জন্য মানুষ আজ বাড়িতে বাড়িতে প্রস্তুতি গ্রহণ করছেন। খুব শিগগিরই সরকারের বিরুদ্ধে আন্দোলনের ডাক দেওয়া হবে।

উপজেলা নির্বাচন প্রসঙ্গে রিজভী বলেন, নির্বাচনে যাতে বিরোধী দল সমর্থিত প্রার্থীরা প্রতিদ্বন্দ্বিতা করতে না পারে সেজন্য সাজানো যৌথ বাহিনী দিয়ে ক্রসফায়ার আর গুম করা হচ্ছে।

শেয়ার করুন !!Share on FacebookTweet about this on TwitterShare on Google+Share on LinkedInShare on RedditBuffer this pageDigg thisShare on TumblrPin on PinterestShare on StumbleUponFlattr the authorEmail this to someone