আনুশকা শর্মা বদলে ফেলেছেন ঠোঁট
বিনোদন ডেস্ক : বেশ কয়েক দিন আগে ঠোঁটে সার্জারি করিয়ে কয়েনা মিত্রা, রাখি সাওয়ান্তের পথে হেঁটেছিলেন বলিউড অভিনেত্রী আনুশকা শর্মা। তবে সম্প্রতি ফোলা ফোলা ঠোঁটকে কেটে স্লিম করলেন আনুশকা শর্মা। এই অভিনেত্রী নিজেকে আরও বেশি আকর্ষণীয় করে তুলতে পুনরায় ঠোঁট সার্জারি করালেন। তার এই নতুন লুক প্রথম দেখা গেল ‘কফি উইথ করন’ চ্যাট শো-এ। তবে প্লাস্টিক সার্জারির কথা কিছুতেই স্বীকার করেননি আনুশকা।
কিন্তু হঠাৎ ‘কসমেটিক চেঞ্জ’ কেন? বিরাটকে সারপ্রাইজ দিতেই কি এই কাণ্ড করলেন আনুশকা! এসব ব্যাপারে মুখ না খুললেও তা অনুমান করা খুব বেশি কষ্টের কিছু নয়। ক্রিকেটার বিরাট কোহলির সঙ্গে প্রেম ও তাদের লিভ-ইন রিলেশনশিপের খবর সবাই জানে। সামনেই ভ্যালেণ্টাইনস ডে আর সে উপলক্ষে প্রেমের এই বিশেষ দিনটি বিরাটের সঙ্গে একান্তে কাটাতে নিউজিল্যান্ড উড়ে যাওয়ার প্ল্যান করেছেন আনুশকা।
উল্লেখ্য, প্রথম ছবি ‘রাব নে বানা দি জোড়ি’ থেকেই বলিউডে নজর কেড়েছিলেন আনুশকা। ‘ব্যান্ড বাজা বরাত’ যাব তাক হ্যায় জান’-এও দুর্ধর্ষ অভিনয় করেছেন এই বাবলি নায়িকা।