দেশের কিছু অঞ্চলে মৃদু শৈত্যপ্রবাহের সম্ভাবনা
দেশের কিছু অঞ্চলের উপর দিয়ে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। শনিবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়, দিনাজপুর, নীলফামারী, কুড়িগ্রাম, পঞ্চগড়, কুষ্টিয়া, রাজশাহী, পাবনা, নঁওগা এবং শ্রীমঙ্গলে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে। এসব অঞ্চলে শৈত্যপ্রবাহ বাড়বে এবং তা অব্যাহত থাকবে। এছাড়া সারাদেশে রাত এবং দিনের তাপমাত্রা কমতে পারে।
দেশে আজ সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে, বাদলগাছি ৮ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বোচ্চ তাপমাত্রা নির্ধারণ করা হয়েছে সীতাকুন্ড ২৯ ডিগ্রি সেলসিয়াস। আগামী ৭২ ঘণ্টায় আবহাওয়ার সামান্য পরিবর্তন হতে পারে।