বাংলাদেশে প্রথম ট্যুরিজম ভিত্তিক নিউজ পোর্টাল|Friday, January 10, 2025
সাইটে আপনার অবস্থানঃ Home » জাতীয় » প্রধানমন্ত্রীর উপদেষ্টা মসিউর রহমানের স্ত্রী আর নেই

প্রধানমন্ত্রীর উপদেষ্টা মসিউর রহমানের স্ত্রী আর নেই 

165245_bangladesh_pratidin_moshiur-rahman

প্রধানমন্ত্রী শেখ হাসিনার অর্থনৈতিক উপদেষ্টা মসিউর রহমানের স্ত্রী রওশন রহমান আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। আজ সোমবার ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৪ বছর।

এ তথ্য গণমাধ্যমকে নিশ্চিত করেছেন মসিউর রহমানের একান্ত সচিব তপন কুমার চক্রবর্তী। তিনি জানান, গত ১৯ নভেম্বর করোনা সংক্রমিত হয়ে হাসপাতালে ভর্তি হন রওশন রহমান। হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) দীর্ঘদিন ধরে চিকিৎসাধীন ছিলেন তিনি। সবশেষ রিপোর্টে তার সংক্রমণ নেগেটিভ আসে।

তিনি আরও জানান, একই হাসপাতালে উপদেষ্টা মসিউর রহমান ভর্তি আছেন। তার সংক্রমণ এখন নেগেটিভ। তার শরীর মোটামুটি ভালো আছে।

এদিকে তার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রীর প্রেস উইং থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ শোক জানানো হয়েছে।

শোকবার্তায় প্রধানমন্ত্রী মরহুমার আত্মার মাগফিরাত কামনা করেন এবং তার শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

শেয়ার করুন !!Share on FacebookTweet about this on TwitterShare on Google+Share on LinkedInShare on RedditBuffer this pageDigg thisShare on TumblrPin on PinterestShare on StumbleUponFlattr the authorEmail this to someone