বাংলাদেশে প্রথম ট্যুরিজম ভিত্তিক নিউজ পোর্টাল|Friday, January 10, 2025
সাইটে আপনার অবস্থানঃ Home » আর্ন্তজাতিক » অবশেষে যুক্তরাষ্ট্রের চাপে সুরবদল পাকিস্তানের

অবশেষে যুক্তরাষ্ট্রের চাপে সুরবদল পাকিস্তানের 

173625_bangladesh_pratidin_wiki

সাংবাদিক ড্যানিয়েল পার্ল হত্যায় দোষীদের আপাতত মুক্তি দিচ্ছে না পাকিস্তান। এই সিদ্ধান্ত নিয়েছে সিন্ধ প্রদেশের সরকার। তবে বিশ্লেষকদের মতে, যুক্তরাষ্ট্রের তীব্র আপত্তিতে চাপের মুখে সিদ্ধান্ত প্রত্যাহার করতে বাধ্য হয়েছে ইসলামাবাদ। খবর দ্য ওয়ালের।

পাকিস্তানের সংবাদমাধ্যম সূত্রে খবর, সুপ্রিম কোর্টের পূর্ববর্তী নির্দেশ মেনেই ওমর সঈদ শেখ, ফাহাদ নাসিম, শেখ আদিল ও সলমন সাকিবকে এখনই মুক্তি দেওয়া হবে না। গত ২৮ অক্টোবর সুপ্রিম কোর্ট জানিয়েছিল, পরবর্তী শুনানি না হওয়া পর্যন্ত এই জঙ্গিদের মুক্তি দেওয়া যাবে না। সেই শুনানি এখনও বাকি আছে। তার আগেই ২৪ ডিসেম্বর সিন্ধ প্রদেশের আদালত আল কায়েদা নেতা আহমেদ ওমর সাঈদ শেখ ও তার তিন সঙ্গীকে ছেড়ে দেওয়ার নির্দেশ দেয়।

যা নিয়ে শুরু হয় প্রবল বিতর্ক। ঘটনায় উদ্বেগ প্রকাশ করে আমেরিকা। শুধু তাই নয়, এই সিদ্ধান্তের তীব্র নিন্দা করেছিলেন ড্যানিয়েল পার্লের বাবা জুডেয়া পার্ল ও মা রুথ। সংবাদমধ্যমে দেওয়া এক বিবৃতিতে তারা পাক সুপ্রিম কোর্টের কাছে ন্যায়বিচারের আরজি জানিয়েছিলেন। তাদের বক্তব্য, পাকিস্তানের মানুষ এহেন অনাচার ও আইনের অপব্যবহার মেনে নেবে না।

উল্লেখ্য, ২০০২ সালে পাকিস্তানে এসেছিলেন ব্রিটিশ সাংবাদিক ড্যানিয়েল পার্ল। আইএসআই ও আল কায়দার মধ্যে সম্পর্ক নিয়ে তদন্ত করছিলেন তিনি। এরপরই তাকে অপহরণ করে ওমর। এরপর তাকে নৃশংসভাবে খুন করে সে। এর আগে ১৯৯৪ সালে চারজন বিদেশি পর্যটককে অপহরণ করে ওমর। তখন সে কাশ্মীরে ছিল। বিচারে সাজা হয় তার।

শেয়ার করুন !!Share on FacebookTweet about this on TwitterShare on Google+Share on LinkedInShare on RedditBuffer this pageDigg thisShare on TumblrPin on PinterestShare on StumbleUponFlattr the authorEmail this to someone