লেবাননে সিরিয়ার শরণার্থী শিবিরে আগুন
লেবাননের একটি সিরিয়ার শরণার্থী শিবিরে দু’গ্রুপের মধ্যে সংঘর্ষের পর সেখানে অগ্নিসংযোগ করেছে একটি গ্রুপ। রবিবার ভোরে সিরিয়া ও লেবাননের শরণার্থী গ্রুপের মধ্যে ওই রক্তক্ষয়ী সংঘর্ষ হয় বলে জানায় জাতিসংঘের শরণার্থীবিষয়ক এজেন্সি (ইউএনএইচসিআর)।
এই সংঘর্ষে তিনজন গুরুতর আহত হয়েছেন। এদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। সংঘর্ষের পর সিরিয়ার শরণার্থীদের একটি তাবুতে আগুন ধরিয়ে দেয় লেবাননের শরণার্থীরা।
সেখান থেকে পুরো শরণার্থী শিবিরটিতে আগুন ছড়িয়ে পড়ে। খবর পেয়ে দ্রুত দমকল বাহিনীর লোকজন এসে আগুন নেভান।
উল্লেখ্য, ২০১১ সালে ভয়াবহ গৃহযুদ্ধ শুরু হওয়ার পর থেকে এ পর্যন্ত ১৫ লাখ সিরীয় পালিয়ে এসে লেবাননের বিভিন্ন শরণার্থী শিবিরে আশ্রয় নেন।