বাংলাদেশে প্রথম ট্যুরিজম ভিত্তিক নিউজ পোর্টাল|Friday, January 10, 2025
সাইটে আপনার অবস্থানঃ Home » আর্ন্তজাতিক » কাশ্মীরের ডিডিসি নির্বাচন নতুন অধ্যায়ের সূচনা: নরেন্দ্র মোদি

কাশ্মীরের ডিডিসি নির্বাচন নতুন অধ্যায়ের সূচনা: নরেন্দ্র মোদি 

124458_bangladesh_pratidin_45

জম্মু ও কাশ্মীরের জেলা উন্নয়ন পরিষদের (ডিডিসি) নির্বাচন ওই অঞ্চলের জন্য নতুন অধ্যায়ের সূচনা করেছে বলে মন্তব্য করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। করোনা মহামারি ও ঠাণ্ডা থাকার পরও নির্বাচনের প্রতিটি পর্বে তরুণ, বয়স্ক ও নারীরা নির্বাচনী বুথে গিয়ে ভোট দিয়েছেন। খবর এএনআই।

শনিবার এক ভার্চুয়াল অনুষ্ঠানে জম্মু ও কাশ্মীরের বাসিন্দাদের জন্য আয়ুষ্মান ভারত যোজনার ‘সেহাত’ প্রকল্প ঘোষণা করেন মোদি। এই ভার্চুয়াল অনুষ্ঠানেই তিনি জম্মু ও কাশ্মীরের জেলা উন্নয়ন কাউন্সিল নির্বাচন নিয়ে এই কথা বলেন। এ সময় তিনি বলেন, সরকার গত কয়েক বছরে তৃণমূল গণতন্ত্র জোরদার করতে কাজ করেছে।

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেছেন, জম্মু ও কাশ্মীরের জনগণ জেলা উন্নয়ন কাউন্সিল নির্বাচনে অংশগ্রহণ করার মাধ্যমে ‘গণতন্ত্রের শিকড়কে শক্তিশালী করেছে’। গত কয়েক বছরে আমরা জম্মু ও কাশ্মীরে তৃণমূলের গণতন্ত্রকে শক্তিশালী করতে কাজ করেছি।

নরেন্দ্র মোদি বলেন, জম্মু ও কাশ্মীরের প্রতিটি ভোটারের মুখে আমি উন্নয়নের প্রত্যাশা দেখেছি। জম্মু ও কাশ্মীরের প্রতিটি ভোটারের চোখে আমি অতীতকে পেছনে ফেলে আরও ভালো ভবিষ্যতের প্রত্যয় দেখেছি।

শেয়ার করুন !!Share on FacebookTweet about this on TwitterShare on Google+Share on LinkedInShare on RedditBuffer this pageDigg thisShare on TumblrPin on PinterestShare on StumbleUponFlattr the authorEmail this to someone