পাকিস্তানের হস্তক্ষেপ বন্ধ না হলে আফগানিস্তানে শান্তি ফিরবে না: অস্ট্রেলীয় অধ্যাপক
পাকিস্তানের হস্তক্ষেপ বন্ধ না হলে আফগানিস্তানে শান্তি ফিরবে না ও নিরাপত্তা ব্যবস্থা ভালো হবে না। সোমবার অস্ট্রেলিয়ান অধ্যাপক উইলিয়াম ম্যালে এই মন্তব্য করেছেন।
জ্যেষ্ঠ তালেবান নেতারা তাদের অনুসারীদের সঙ্গে পাকিস্তানে সাক্ষাৎ করার কয়েকটি ভিডিও সামনে আসার পর এমন মন্তব্য করেছেন তিনি। তার দাবি, আফগান তালেবানরা পাকিস্তান সামরিক বাহিনীর কাছ থেকে গুরুত্বপূর্ণ সহযোগিতা পায়।
ভিডিওগুলোতে দেখা যায়, দোহায় চলমান শান্তি আলোচনার বিষয়ে তালেবান ক্যাডারদের সঙ্গে ব্রিফিং করছিলেন তালেবান রাজনৈতিক দপ্তরের প্রধান ও তালেবানের উপ-নেতা মোল্লা আবদুল গনি। ওই সময় তিনি পাকিস্তানে তালিবান শীর্ষ নেতৃত্বের উপস্থিতির কথা স্বীকার করেন।
ওই ভিডিও নিয়ে আফগানিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় বলছে, পাকিস্তানে তালেবান নেতাদের উপস্থিতি আফগানিস্তানের জাতীয় সার্বভৌমত্বের লঙ্ঘন। বিদ্রোহীদের পাকিস্তানের ভূমি ব্যবহারের অনুমতি না দেওয়ার জন্য ইসলামাবাদকে অনুরোধ করেছে আফগানিস্তান।
অস্ট্রেলিয়ান অধ্যাপক উইলিয়াম ম্যালে বলেছেন, আফগানিস্তানের বিষয়ে হস্তক্ষেপে পাকিস্তানের নিরলস মনোভাবের যথাযথ সুরাহা না হওয়া পর্যন্ত দেশটিতে অর্থবহ শান্তি আসবে না। নিরাপত্তা ব্যবস্থাও ভালো হবে না। পাকিস্তানকে তার নিজের বিষয়গুলো সংশোধন করা দরকার বলে জানিয়েছেন তিনি।
অস্ট্রেলিয়ান অধ্যাপক উইলিয়াম ম্যালে মনে করেন, কাবুল বর্তমানে অবরোধের মধ্যে রয়েছে।