অসুস্থ জাফর ইকবাল হাসপাতালে ভর্তি
ডেস্ক রিপোর্ট : শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল বিভাগের অধ্যাপক জননন্দিত লেখক ড. মুহম্মদ জাফর ইকবালকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
রোববার সকাল ৯টায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়।
সূত্র জানায়, হঠাৎ প্রচন্ড জ্বরে আক্রান্ত হয়ে পড়লে সকালের দিকে তাকে হাসপাতালে ভর্তি করা হয়।
হাসপাতালের উপ-পরিচালক ডা.তন্ময় বিশ্বাস বিষয়টি নিশ্চিত করে বলেছেন, বর্তমানে জাফর ইকবালকে চিকিৎসাসেবা প্রদান করা হচ্ছে।
Posted in: জাতীয়