অভিবাসী-শ্রমিক ভিসার নিষেধাজ্ঞা বাড়ালেন ট্রাম্প
করোনা মহামারিতে ক্ষতিগ্রস্ত অর্থনৈতিক পরিস্থিতিতে মার্কিন শ্রমিকদের রক্ষায় প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প স্থানীয় সময় বৃহস্পতিবার অভিবাসন নিষেধাজ্ঞার মেয়াদ বাড়িয়েছেন। এতে গ্রিন কার্ডের আবেদনকারী ও অস্থায়ী বিদেশি শ্রমিকেরা যুক্তরাষ্ট্রে ঢুকতে পারবেন না। ট্রাম্প বলছেন, করোনা মহামারিতে ক্ষতিগ্রস্ত অর্থনৈতিক পরিস্থিতিতে মার্কিন শ্রমিকদের রক্ষায় এই নিষেধাজ্ঞা প্রয়োজন।
‘ওয়ার্ক ভিসা’ এবং ‘ইমিগ্রান্ট ভিসা’সহ বেশকিছু ভিসার কাজ ৩ মাস স্থগিত রাখার নির্দেশ দেন তিনি।
জানিয়ে দিয়েছেন, ৩১ মার্চ পর্যন্ত এই সমস্ত ভিসা সংক্রান্ত সব কাজ বন্ধ থাকবে।
বৃহস্পতিবার যে ঘোষণাপত্র প্রকাশ করেছেন ট্রাম্প, তাতে তিনি জানিয়েছেন, কোভিড-১৯ এর জন্য জুন থেকে আমেরিকায় কাজের পরিস্থিতি খুব খারাপ হয়েছে, বেকারত্ব বেড়েছে। শুধু তাই নয়, এই অতিমারির ব্যাপক প্রভাব পড়েছে শ্রমিক বাজার এবং দেশের স্বাস্থ্য পরিকাঠামোয়। দেশের সামগ্রিক পরিস্থিতির কথা মাথায় রেখেই এই সিদ্ধান্ত নেয়া হয়েছে।
এ বছরের ৩১ মার্চ পর্যন্ত এই নিষেধাজ্ঞা জারি থাকবে। প্রয়োজনে সেই মেয়াদ আরও বাড়ানো হতে পারে বলে জানিয়েছেন ট্রাম্প। ট্রাম্পের এই নির্দেশের ফলে এইচ-১বি, এইচ-২বি-সহ বেশ কিছু অস্থায়ী ভিসার জন্য যারা আবেদন করেছিলেন, তারা সমস্যার মুখে পড়লেন।
বিশেষজ্ঞরা বলছেন, বহু বিদেশি কর্মী বিশেষ করে তথ্যপ্রযুক্তি সংস্থায় বহু কর্মী কাজ করতে যান আমেরিকায়। এই নিষেধাজ্ঞার ফলে ওই কর্মীরা যেমন প্রভাবিত হবেন, তেমনই বহু সংস্থাও কর্মী সঙ্কটে পড়বে। এইচ-১বি ভিসা হোল্ডার বহু ভারতীয় আমেরিকায় বিভিন্ন সংস্থায় নিযুক্ত। ট্রাম্পের এই নির্দেশে তাঁরাও বিপাকে পড়ল।
‘ওয়ার্ক ভিসা’ নিয়ে আসা অভিবাসীদের সংখ্যা বিভিন্ন দেশের জন্য বেঁধে দেয়া ছিল এতদিন। গত ডিসেম্বরেই তাতে ছাড় দেয়া হয়। ফলে এইচ-১বি ভিসা হোল্ডারদের ক্ষেত্রে বড় সুবিধা হয়েছে। কিন্তু নতুন বছরেই ভিসার কাজকর্ম বন্ধ রাখার নির্দেশে অনেকেই সমস্যার মুখে পড়লেন বলে মত বিশেষজ্ঞদের।