বাংলাদেশে প্রথম ট্যুরিজম ভিত্তিক নিউজ পোর্টাল|Saturday, January 11, 2025
সাইটে আপনার অবস্থানঃ Home » জাতীয় » রোহিঙ্গাদের ভাসানচরে স্থানান্তরের সিদ্ধান্তকে স্বাগত জানাল ওমান

রোহিঙ্গাদের ভাসানচরে স্থানান্তরের সিদ্ধান্তকে স্বাগত জানাল ওমান 

181844_bangladesh_pratidin_momen

কক্সবাজারের রোহিঙ্গা শিবির থেকে ভাসানচরে স্থানান্তরের সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন ঢাকায় নিযুক্ত ওমানের চার্জ দ্য অ্যাফেয়ার্স তায়েবসালিম আবদুল্লাহ আল আলাই।

শনিবার পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেনের সঙ্গে বিদায়ী সাক্ষাতে এ একথা জানান তিনি।

একইসঙ্গে তিনি বাংলাদেশ-ওমানের মধ্যে কূটনীতিক ও অফিসিয়াল পাসপোর্টের জন্য পারস্পরিক ভিসা ছাড়ের বিষয়ে খসড়া চুক্তির প্রক্রিয়াটির অগ্রগতি ও সিডিএ সিয়াল পাসপোর্টের জন্য পারস্পরিক ভিসা ছাড়ের বিষয়ে একটি খসড়া চুক্তি সই হবে বলেও প্রত্যাশা করেন।

পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, ঢাকায় নিযুক্ত ওমানের চার্জ দ্য অ্যাফেয়ার্স তায়েবসালিম আবদুল্লাহ আল আলাই পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেনের বাসভবনে বিদায়ী সাক্ষাত করেন। সাক্ষাতকালে তারা দু’জন দু’দেশের দ্বিপক্ষীয় বিভিন্ন বিষয়ে আলোচনা করেন।

এ সময় তায়েবসালিম আবদুল্লাহ আল আলাই ১১ লাখ নির্যাতিত রোহিঙ্গাকে আশ্রয় দেওয়ার জন্য বাংলাদেশ সরকারের প্রশংসা করেন। একইসঙ্গে কক্সবাজার থেকে রোহিঙ্গাদের ভাসানচরে স্থানান্তরের সিদ্ধান্তকে স্বাগত জানান।

বিদায়ী সাক্ষাতে ড. মোমেন বাংলাদেশের প্রায় সাত লাখ কর্মীকে ওমানে কাজের সুযোগ দেওয়ায় দেশটির সরকারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। একইসঙ্গে রোহিঙ্গা ইস্যুতে জাতিসংঘে ওমানের সমর্থন দেওয়ায় ধন্যবাদ জানান তিনি।

শেয়ার করুন !!Share on FacebookTweet about this on TwitterShare on Google+Share on LinkedInShare on RedditBuffer this pageDigg thisShare on TumblrPin on PinterestShare on StumbleUponFlattr the authorEmail this to someone