বাংলাদেশে প্রথম ট্যুরিজম ভিত্তিক নিউজ পোর্টাল|Friday, January 10, 2025
সাইটে আপনার অবস্থানঃ Home » আর্ন্তজাতিক » ফিলিস্তিনিদের ‘কর্নেট’ ক্ষেপণাস্ত্র পাল্টে দিয়েছে ইসরায়েলি হিসাব!

ফিলিস্তিনিদের ‘কর্নেট’ ক্ষেপণাস্ত্র পাল্টে দিয়েছে ইসরায়েলি হিসাব! 

194403_bangladesh_pratidin_gaza

ফিলিস্তিনের প্রতিরোধ সংগঠনগুলোর মুখপাত্র মুহাম্মাদ আল ব্রাইম বলেছেন, প্রতিরোধ সংগ্রামীদের কর্নেট ক্ষেপণাস্ত্র ইহুদিবাদী ইসরায়েলের হিসাব-নিকাশ পাল্টে দিয়েছে।

শুক্রবার রাতে গাজায় প্রতিরোধ সংগঠনগুলোর যৌথ মহড়ার প্রতি ইঙ্গিত করে এ কথা বলেন তিনি।

মুহাম্মাদ আল ব্রাইম আরও বলেছেন, প্রতিরোধ সংগঠনগুলো দৃঢ়তার সঙ্গে সাম্প্রতিক মহড়ায় অংশ নিয়েছে এবং দখলদার ইসরায়েলের বিরুদ্ধে নিজেদের শক্তি ও ঐক্য তুলে ধরেছে।

গত মঙ্গলবার ফিলিস্তিনের ১২টি প্রতিরোধ সংগঠন​​ প্রথমবারের মতো গাজা উপত্যকায় যৌথ মহড়া চালিয়েছে।

‘রুকন আল-রাশিদ’ নামে এই মহড়ায় ফিলিস্তিনের হামাসের পাশাপাশি ইসলামিক জিহাদ, ডেমোক্রেটিক ফ্রন্ট, গণপ্রতিরোধ কমিটি এবং পপুলার ফ্রন্টের সামরিক শাখাগুলো সক্রিয়ভাবে অংশ নেয়। এছাড়াও ছিল আরও বেশ কয়েকটি সশস্ত্র সংগঠন যারা ফিলিস্তিন মুক্তির জন্য সংগ্রাম করছে।

ফিলিস্তিনি প্রতিরোধ কমিটির মুখপাত্র আরও বলেছেন, গাজা উপত্যকায় প্রতিরোধ সংগঠনগুলোর যৌথ মহড়ার কারণে দখলদারেরা হতভম্ব হয়ে গেছে। মহড়ার মাধ্যমে দখলদারদের কাছে নতুন বার্তা পৌঁছে দেওয়া হয়েছে। এছাড়া ফিলিস্তিনিরাও ঐক্যের বার্তা পেয়েছে। ফিলিস্তিনিরা প্রমাণ করেছে তারা ঐক্যবদ্ধ।

আগামীতে ফিলিস্তিনিদের ঐক্য ও শক্তির প্রমাণ ইসরায়েল দেখতে পাবে বলে তিনি মন্তব্য করেন।

শেয়ার করুন !!Share on FacebookTweet about this on TwitterShare on Google+Share on LinkedInShare on RedditBuffer this pageDigg thisShare on TumblrPin on PinterestShare on StumbleUponFlattr the authorEmail this to someone