মার্চেই অ্যাপেল আইওএস ৭.১ আপডেট মুক্তি
প্রযুক্তি ডেস্ক : বহু প্রতীক্ষিত আইএসও ৭.১ আপডেটের মুক্তির কথা ভাবছে অ্যাপেল৷ তাদের পরিকল্পনা অনুযায়ী চলতি বছরের মার্চ মাসেই মুক্তি পাবে এটি৷ মূলত আইওএস ৭.১ এর কিছু সংশোধন করেই অ্যাপেল বাজারে আনতে চলেছে এই ভার্সনটি৷ অ্যাপেল ইতিমধ্যেই আইওএস ৭.১ এর পঞ্চম বিটা আইওএস ডেভেলপারদের মধ্যে বিতরণ করে দিয়েছেন৷
তবে কানাঘুঁষা খবর অ্যাপেল আগামী মাসে সাংবাদিক বৈঠকের মাধ্যমে তাদের এই নতুন পদক্ষেপের কথা ঘোষণা করবেন এবং এর সঙ্গে নতুন অ্যাপেল টিভি সেট টপ বক্সের কথাও তারা ঘোষণা করতে পারেন এই বৈঠকে৷- ওয়েবসাইট।
Posted in: প্রযুক্তি