বাংলাদেশে প্রথম ট্যুরিজম ভিত্তিক নিউজ পোর্টাল|Friday, January 10, 2025
সাইটে আপনার অবস্থানঃ Home » আর্ন্তজাতিক » শিগগিরই সারমাট আন্তঃমহাদেশীয় ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালাবে রাশিয়া

শিগগিরই সারমাট আন্তঃমহাদেশীয় ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালাবে রাশিয়া 

202227_bangladesh_pratidin_sarmat

রাশিয়া খুব শিগগিরই নতুন আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র পরীক্ষা করার পরিকল্পনা নিয়েছে। এই ক্ষেপণাস্ত্র বিশ্বের যেকোন প্রতিরক্ষা ব্যবস্থাকে ভেদ করতে সক্ষম।

গতকাল (শনিবার) রাশিয়ার উপ-প্রতিরক্ষামন্ত্রী অ্যালেক্সি ক্রিভোরুচকো সামরিক বিষয়ক পত্রিকা ক্রাসনাইয়া জুভেজদাকে দেয়া এক সাক্ষাৎকারে ক্ষেপণাস্ত্র পরীক্ষার পরিকল্পনা কথা জানিয়েছেন।

তিনি জানান, “এখন পর্যন্ত সারমাট ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের ইজেকশন টেস্ট সফলভাবে সম্পন্ন হয়েছে। নিকট ভবিষ্যতে আমরা এর ফ্লাইট টেস্ট পরিচালনা করব।”

তিনি বলেন, এই ক্ষেপণাস্ত্রের সক্ষমতা কথা উল্লেখ করতে গেলে বলতে হবে যে, বিশ্বের কোন ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা এমনকি সবচেয়ে উন্নত ব্যবস্থাও এই ক্ষেপণাস্ত্রকে বাধা দিতে পারবে না।

আরএস-২৮ সারমাট ক্ষেপণাস্ত্রের ওজন হচ্ছে ২০৮ টন এবং এর পাল্লা ছয় হাজার ২০০ মাইল। একই সঙ্গে এই ক্ষেপণাস্ত্র ১৬টি ওয়ারহেড বহন করতে সক্ষম। বলা হচ্ছে- এই ক্ষেপণাস্ত্র যে ওয়ারহেড বহন করতে পারে তাতে টেক্সাস কিংবা ফ্রান্সের মতো আয়তনের ভূখণ্ড একটিমাত্র ক্ষেপণাস্ত্র ব্যবহার করে ধ্বংস করে দেয়া সম্ভব।

শেয়ার করুন !!Share on FacebookTweet about this on TwitterShare on Google+Share on LinkedInShare on RedditBuffer this pageDigg thisShare on TumblrPin on PinterestShare on StumbleUponFlattr the authorEmail this to someone