বাইডেন আমলে যুক্তরাষ্ট্রের সঙ্গে ‘ঠাণ্ডা যুদ্ধ’ শেষ হবে, আশাবাদী চীন
জো বাইডেন মার্কিন প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেবেন ঠিক আর ১৬ দিন পর। বিদায় নেবেন ডোনাল্ড ট্রাম্প। দিন যত এগিয়ে আসছে তত যুক্তরাষ্ট্রের সঙ্গে নিজেদের সম্পর্ক ভাল করতে মরিয়া হয়ে উঠেছে চীন। খবর নিউজ এইটটিনের।
সম্প্রতি চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং-ই জানিয়েছেন তারা আশাবাদী বাইডেন দায়িত্ব নেওয়ার পর দুই দেশের সম্পর্ক উন্নতি হবে। সম্প্রতি একটি চীনা সংবাদ সংস্থাকে তিনি জানিয়েছেন নতুন ভোরের অপেক্ষায় রয়েছেন তারা।
তিনি যা বলতে চেয়েছেন তার সারমর্ম হল, যা ঘটেছে তা প্রমাণ করে যে মার্কিন যুক্তরাষ্ট্র চীনকে দমন করার এবং নতুন শীতল যুদ্ধ শুরু করার প্রচেষ্টা করেছে। এই পদক্ষেপ দু’জনের স্বার্থকে গুরুতরভাবে ক্ষতিগ্রস্থ করেছে তা নয়, বিশ্বে মারাত্মক বিঘ্ন সৃষ্টি করেছে।
ট্রাম্প যা করেছিলেন তা এক প্রকার ঠাণ্ডা যুদ্ধ বলে বর্ণনা করেছে চীন।এই জাতীয় নীতি কোনও সমর্থন খুঁজে পাবে না এবং এটি ব্যর্থ হবে। এখানেই না থেমে বন্ধুত্বের বার্তা দিয়েছেন তিনি। অতীত ভুলে উজ্জ্বল ভবিষ্যতের দিকে তাকানো উচিত মনে করে চীন।