বাংলাদেশে প্রথম ট্যুরিজম ভিত্তিক নিউজ পোর্টাল|Friday, January 10, 2025
সাইটে আপনার অবস্থানঃ Home » আর্ন্তজাতিক » ভারতীয় সেনা কোনও হুমকিকে পরোয়া করে না : বিপিন রাওয়াত

ভারতীয় সেনা কোনও হুমকিকে পরোয়া করে না : বিপিন রাওয়াত 

195434_bangladesh_pratidin_bipin-rawat

এই শীতে অরুণাচল সীমান্তে গেলেন ভারতের চিফ অব ডিফেন্স স্টাফ জেনারেল বিপিন রাওয়াত। ভারতীয় সেনার সামরিক প্রস্তুতি,পরিকাঠামো এবং পরিস্থিতি নিজের চোখে খতিয়ে দেখতে তার এই সফর। খবর এনডিটিভির।

বিপিন রাওয়াত জানান, নিজের চোখে প্রস্তুতি দেখতে এসে মনে হচ্ছে আমাদের সেনাবাহিনী পুরোপুরি প্রস্তুত। এই প্রবল ঠাণ্ডায় একমাত্র ভারতীয় সেনাই পারে সব রকম চ্যালেঞ্জের মোকাবিলা করতে। আমাদের বাহিনী কোনও হুমকিকে পরোয়া করে না।

তিনি আরও বলেন, দায়িত্ব সম্পর্কে সচেতন আমরা। এরকম বাহিনীর সিডিএস হিসেবে আমি গর্বিত। পৃথিবীর কোনও শক্তি ভারতীয় বাহিনীকে নিজেদের দায়িত্ব পালন এবং দেশের সীমানা সুরক্ষিত রাখা থেকে বিরত করতে পারবে না।

উল্লেখ্য, ভারত এবং চীন দুই দেশ নবম পর্যায়ের কমান্ডার লেভেল বৈঠকের কথা বললেও নির্ধারিত তারিখ জানা যায়নি। দু’পক্ষই নিজেদের দাবিতে অটল। যদিও চীনের দাবি দক্ষিণ প্যাংগং এলাকা থেকে সেনা সরাতে হবে ভারতকে।

শেয়ার করুন !!Share on FacebookTweet about this on TwitterShare on Google+Share on LinkedInShare on RedditBuffer this pageDigg thisShare on TumblrPin on PinterestShare on StumbleUponFlattr the authorEmail this to someone