বাংলাদেশে প্রথম ট্যুরিজম ভিত্তিক নিউজ পোর্টাল|Saturday, January 11, 2025
সাইটে আপনার অবস্থানঃ Home » জাতীয় » করোনার টিকা বাংলাদেশ প্রথম থেকেই পাবে : হর্ষ বর্ধন শ্রিংলা

করোনার টিকা বাংলাদেশ প্রথম থেকেই পাবে : হর্ষ বর্ধন শ্রিংলা 

190429_bangladesh_pratidin_hbs

ভারতের সেরাম ইনস্টিটিউশন থেকে উৎপাদিক করোনাভাইরাসের (কভিড-১৯) টিকা রপ্তানিতে নিষেধাজ্ঞা দিয়েছে সে দেশটির সরকার। এ খবরে বাংলাদেশে উদ্বেগ দেখা দিলে ভারতের পররাষ্ট্র সচিব হর্ষ বর্ধন শ্রিংলা জানান, ‘করোনার টিকা নিয়ে বাংলাদেশের সংশ্লিষ্টদের উদ্বেগের কোনো কারণ নেই।’

আজ সোমবার ভারতের দিল্লি থেকে গণমাধ্যমকে শ্রিংলা আরও জানান, প্রাথমিকভাবে বাংলাদেশের টিকা পাওয়ার ক্ষেত্রে কোনো সমস্যা নেই। ভারতে উৎপাদিত টিকা বাংলাদেশ প্রথম থেকেই পাবে।

তিনি আরও বলেন, ‘সেরাম-প্রধানের যে বক্তব্য সংবাদমাধ্যমে এসেছে, তা আমাদের নজরে এসেছে। এতে প্রতিবেশী বাংলাদেশের উদ্বিগ্ন হওয়ার কোনো কারণ নেই। কারণ, ভারত বরাবরই প্রতিবেশীদের অগ্রাধিকার ভিত্তিতে বিবেচনায় নিয়ে থাকে। এবারও তার ব্যতিক্রম হবে না।’

উল্লেখ্য, ব্রিটেনের পর ভারতও যখন অক্সফোর্ডের ভ্যাকসিনের অনুমোদন দেয়, তখন সবার ধারণা জন্মে যে সহসাই বাংলাদেশে ভ্যাকসিন আসছে। টাকা ছাড়ের কথাও বলা হয়। এর মধ্যে আকস্মিকভাবে ভারত সরকার টিকা রপ্তানির ওপর নিষেধাজ্ঞা দিলে উদ্বেগ তৈরি হয়।

শেয়ার করুন !!Share on FacebookTweet about this on TwitterShare on Google+Share on LinkedInShare on RedditBuffer this pageDigg thisShare on TumblrPin on PinterestShare on StumbleUponFlattr the authorEmail this to someone