চিরনিদ্রায় শায়িত কথাসাহিত্যিক রাবেয়া খাতুন
রাজধানীর বনানী কবরস্থানে চিরনিদ্রায় শায়িত হলেন বরেণ্য কথাসাহিত্যিক রাবেয়া খাতুন। আজ সোমবার বিকেল পৌনে চারটায় তার দাফন সম্পন্ন হয়। এসময় রাবেয়া খাতুনের মেয়ে জামাই প্রকৃতি ও জীবন ফাউন্ডেশনের চেয়ারম্যান মুকিত মজুমদার বাবুসহ পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।
এর আগে সকালে বাংলা একাডেমিতে সর্বস্তরের মানুষ শ্রদ্ধা নিবেদন করেন বরেণ্য এ কথাসাহিত্যিকের প্রতি। এরপর বিকেল তিনটায় চ্যানেল আই কার্যালয়ে রাবেয়া খাতুনের জানাজা অনুষ্ঠিত হয়।
বনানী কবরস্থানে চিরনিদ্রায় শায়িত হলেন কথাসাহিত্যিক রাবেয়া খাতুন। চ্যানেল আই প্রাঙ্গণে আজ বিকেল ৩টায় রাবেয়া খাতুনের জানাজা শেষে বাদ তার দাফন সম্পন্ন হয়। রাবেয়া খাতুনের মৃত্যুতে শোক জানিয়েছেন রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী ও মন্ত্রিসভার সদস্যরা।
রাবেয়া খাতুন গতকাল রবিবার বিকেলে বার্ধক্যজনিত কারণে মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৫ বছর। স্বাধীনতা পুরস্কার, একুশে পদক ও বাংলা একাডেমি পুরস্কারসহ অসংখ্য পুরস্কার ও সম্মাননায় ভূষিত হয়েছেন তিনি।