বাংলাদেশে প্রথম ট্যুরিজম ভিত্তিক নিউজ পোর্টাল|Friday, January 10, 2025
সাইটে আপনার অবস্থানঃ Home » আর্ন্তজাতিক » বাকিংহাম রাজপ্রাসাদের ছবি ও পদক চুরি করে কারাগারে

বাকিংহাম রাজপ্রাসাদের ছবি ও পদক চুরি করে কারাগারে 

135519_bangladesh_pratidin_canto

ব্রিটেনের বাকিংহাম রাজপ্রাসাদে কাজ করতেন অ্যাডামো কান্টো (৩৭)। সম্প্রতি রাজপ্রাসাদের নিজস্ব ছবির অ্যালবাম ও পদক চুরির অভিযোগে তাকে কারাগারে পাঠানো হয়েছে।

রাণী দ্বিতীয় এলিজাবেথের বাসভবনের কর্মী ছিলেন কান্টো। তার চুরি করা দ্রব্যসামগ্রীর মধ্যে আছে পদক, ডিউক ও ডাচেস অব ক্যাম্বব্রিজের স্বাক্ষর করা ছবি ও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ব্রিটেন সফরের ছবির অ্যালবাম।

অ্যাডামো কান্টোকে ৮ মাসের জেল দেওয়া হয়েছে। বিবিসি জানিয়েছে, কান্টোর চুরি করা দ্রব্যসামগ্রীর কয়েকটি ১০ হাজার পাউন্ড থেকে ১ লাখ পাউন্ড মূল্যে বিক্রির জন্য ইবে-তে তালিকাভুক্ত হয়েছে।

শেয়ার করুন !!Share on FacebookTweet about this on TwitterShare on Google+Share on LinkedInShare on RedditBuffer this pageDigg thisShare on TumblrPin on PinterestShare on StumbleUponFlattr the authorEmail this to someone