বাকিংহাম রাজপ্রাসাদের ছবি ও পদক চুরি করে কারাগারে
ব্রিটেনের বাকিংহাম রাজপ্রাসাদে কাজ করতেন অ্যাডামো কান্টো (৩৭)। সম্প্রতি রাজপ্রাসাদের নিজস্ব ছবির অ্যালবাম ও পদক চুরির অভিযোগে তাকে কারাগারে পাঠানো হয়েছে।
রাণী দ্বিতীয় এলিজাবেথের বাসভবনের কর্মী ছিলেন কান্টো। তার চুরি করা দ্রব্যসামগ্রীর মধ্যে আছে পদক, ডিউক ও ডাচেস অব ক্যাম্বব্রিজের স্বাক্ষর করা ছবি ও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ব্রিটেন সফরের ছবির অ্যালবাম।
অ্যাডামো কান্টোকে ৮ মাসের জেল দেওয়া হয়েছে। বিবিসি জানিয়েছে, কান্টোর চুরি করা দ্রব্যসামগ্রীর কয়েকটি ১০ হাজার পাউন্ড থেকে ১ লাখ পাউন্ড মূল্যে বিক্রির জন্য ইবে-তে তালিকাভুক্ত হয়েছে।
Posted in: আর্ন্তজাতিক