ভারত থেকে দেড় লক্ষ মেট্রিক টন চাল আমদানি করবে সরকার
জরুরি ভিত্তিতে ভারত থেকে দেড় লক্ষ মেট্রিক টন চাল আমদানি করবে সরকার। এর মধ্যে ১ লাখ মেট্রিক টন নন-বাসমতি ও ৫০ হাজার মেট্রিক টন আতপ চাল। বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস) জানায়, চাল আমদানির নীতিগত সিদ্ধান্ত অনুমোদন হয়েছে। সরকার টু সরকার ভিত্তিতে এই চাল বাংলাদেশে আসবে।
অর্থমন্ত্রী আ হ ম মোস্তফা কামালের সভাপতিত্বে বছরের প্রথম অর্থনীতি বিষয়ক মন্ত্রিসভার ভার্চ্যুয়াল বৈঠকে গতকাল বুধবার আমদানির সিদ্ধান্ত অনুমোদন দেওয়া হয়। বৈঠক শেষে এক ভার্চুয়াল ব্রিফিংয়ে মন্ত্রী পরিষদ বিভাগের অতিরিক্ত সচিব ড. আবু সালেহ মোস্তফা কামাল বলেন, ন্যাশনাল এগ্রিকালচার কো-অপারেটিভ মার্কেটিং ফেডারেশন অব ইন্ডিয়া লিমিটেড (এনএএফইডি) থেকে খাদ্য অধিদপ্তরের মাধ্যমে এই চাল আমদানি করবে।