জাতির উদ্দেশে আজ ভাষণ দেবেন প্রধানমন্ত্রী
জাতির উদ্দেশে আজ বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৭টায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রীর প্রেস উইং থেকে এই তথ্য জানানো হয়েছে।
আওয়ামী লীগ সরকারের বর্তমান মেয়াদে দুই বছর পূর্তি ও তৃতীয় বছরে পদার্পণ উপলক্ষে এই ভাষণ দেবেন তিনি।
প্রেস উইং থেকে আরও জানানো হয়েছে, প্রধানমন্ত্রীর ভাষণ আগেই রেকর্ড করা হয়েছে। আজ সন্ধ্যা সাড়ে ৭টায় তার এ ভাষণ বাংলাদেশ টেলিভিশনসহ বিভিন্ন টেলিভিশন চ্যানেলে ও বেতারে সম্প্রচার করা হবে।
Posted in: জাতীয়