মৃত্যুর আগে সেই ট্রাম্প-সমর্থকের হুঙ্কার; থামাতে পারবে না, ঝড় উঠে গেছে!
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের তিনি অন্ধ ভক্ত ছিলেন। ভোটের আগে রিপাবলিকান শিবিরের জন্য ক্যাম্পেইনও করেছিলেন। গতকাল বুধবার ক্যাপিটল বিল্ডিংয়ে ট্রাম্প সমর্থকদের বিক্ষোভে তিনি ছিলেন প্রথম সারিতেই, মুখে ছিল বিদায়ী প্রেসিডেন্টের জয়ধ্বনি। বলছি, বিল্ডিং চত্বরে গুলিতে মারা যাওয়া ট্রাম্প সমর্থক অ্যাশলি ব্যাবিটের কথা।
দ্য ওয়াল জানায়, ঘটনার সময় পুলিশের সঙ্গে ধাক্কাধাক্কির মধ্যে আচমকাই গুলি লাগে অ্যাশলির কাঁধে। রক্তাক্ত অবস্থায় লুটিয়ে পড়েন তিনি। হাসপাতালে নিয়ে যাওয়ার সময়েই অবস্থা ছিল সঙ্কটজনক। ওয়াশিংটন পুলিশ জানিয়েছে, বাঁচানো যায়নি অ্যাশলিকে। আরও তিনজন বিক্ষোভকারীর মৃত্যু হয়েছে গুলিতে।
অ্যাশলি হাতে ট্রাম্পের নাম লেখা পতাকা নিয়ে বিক্ষোভকারীদের দলে সামনের সারিতেই ছিলেন। পুলিশের সঙ্গে হাতাহাতি করতেও দেখা যায় তাকে। পুলিশ জানিয়েছে, মৃত্যুর আগে টুইট করে হার না মানার কথা বলেছিলেন এই নারী। টুইটে তিনি হুঙ্কার দিয়ে লিখেছিলেন, কোনও কিছুই আমাদের থামাতে পারবে না। তারা চেষ্টার পর চেষ্টা করে যাবে, কিন্তু ঝড় উঠে গেছে, ২৪ ঘণ্টার মধ্যেই তা আছড়ে পড়বে ডিসিতে, রাতের অন্ধকার থেকে দিনের আলো অবধি ঝড় বইবে।