বাংলাদেশে প্রথম ট্যুরিজম ভিত্তিক নিউজ পোর্টাল|Friday, January 10, 2025
সাইটে আপনার অবস্থানঃ Home » জাতীয় » পাকিস্তানকে ক্ষমা চাওয়ার তাগিদ দিলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী

পাকিস্তানকে ক্ষমা চাওয়ার তাগিদ দিলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী 

202527_bangladesh_pratidin_bdbd

১৯৭১ সালে মুক্তিযুদ্ধে গণহত্যার জন্য পাকিস্তানকে ক্ষমা চাওয়ার আহ্বান জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম। ঢাকায় নবনিযুক্ত পাকিস্তানের হাইকমিশনারের সঙ্গে এক বৈঠকে এ আহ্বান জানান তিনি।

বৃহস্পতিবার ঢাকায় নবনিযুক্ত পাকিস্তানের হাইকমিশনার ইমরান আহমেদ সিদ্দিকী পররাষ্ট্র মন্ত্রণালয়ে প্রতিমন্ত্রী শাহরিয়ার আলমের সঙ্গে বৈঠক করেন।

বৈঠকে প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম বলেন, দুই দেশের দ্বিপক্ষীয় ইস্যুতে ১৯৭১ সালের মুক্তিযুদ্ধে গণহত্যার জন্য পাকিস্তানকে ক্ষমা চাওয়া, আটকে পড়া পাকিস্তানিদের ফিরিয়ে নেওয়া ও সম্পদ ভাগাভাগি সমস্যার সমাধান প্রয়োজন। সাফটার আলোকে পাকিস্তান বাংলাদেশ থেকে পণ্য নিতে পারে বলেও উল্লেখ করেন প্রতিমন্ত্রী।

বৈঠকে দুই দেশের মধ্যে সহযোগিতা বাড়ানোর ওপর জোর দেন পাকিস্তানের হাইকমিশনার ইমরান আহমেদ সিদ্দিকী।

শেয়ার করুন !!Share on FacebookTweet about this on TwitterShare on Google+Share on LinkedInShare on RedditBuffer this pageDigg thisShare on TumblrPin on PinterestShare on StumbleUponFlattr the authorEmail this to someone