বার্সেলোনাকে শীর্ষে তুললেন মেসি
স্পোর্টস ডেস্ক : জমে ওঠেছে স্প্যানিশ লা-লিগার শিরোপা জয়ের ত্রিমুখী লড়াই। রোববার রাতে অ্যাওয়ে ম্যাচে অন্যতম শিরোপা প্রত্যাশী বার্সেলোনা আর্জেন্টাইন সুপার স্টার লিওনেল মেসির জোড়া গোলে ৪-১ গোলে পরাজিত করেছে সেভিলাকে। সেই সাথে রিয়াল মাদ্রিদকে পেছনে ফেলে আবারো পয়েন্ট তালিকার শীর্ষে ওঠেছে বার্সেলোনা।
অ্যাথলেটিকো মাদ্রিদ, রিয়াল মাদ্রিদ ও বার্সেলোনা এই তিন দলের পয়েন্টই সমান ২৩ খেলায় ৫৭। গোল পার্থক্যে এগিয়ে থাকার সুবাদে শীর্ষে রয়েছে বার্সেলোনা। বার্সেলোনা মোট গোল করেছে ৬৩টি আর হজম করেছে ১৭টি। অপরদিকে দ্বিতীয় স্থানে থাকা রিয়েল মাদ্রিদ ৬৫ গোল করলেও হজম করেছে ২৪টি। আর অ্যাথলেটিকো মাদ্রিদ ৫৬ গোলের বিপরীতে গোল খেয়েছে ১৬টি।
প্রথমে গোল খেয়েও সেভিলাকে ৪-১ গোলে বিধ্বস্ত করেছে বার্সেলোনা। ১৫ মিনিটে নিজেদের মাঠে আলবার্তো মরিনোর গোলে ১-০ গোলে এগিয়ে যায় সেভিলা। ৩৪ মিনিটে অ্যালেক্সিস সানচেজের গোলে সমতা আনে ক্যাটালান ক্লাবটি। মেসির ফ্রি কিক থেকে সেভিলার জাল কাঁপান সানচেজ (১-১)।
৪৪ মিনিটে লিওনেল মেসির অসাধারণ গোলে লিড নেয় বার্সা। পেদ্রোর কাছ থেকে বল পেয়ে দর্শনীয় হাফ ভলিতে বল জালে পাঠান মেসি (২-১)।
বিরতির পর নিজের দ্বিতীয় এবং দলের তৃতীয় গোল করেন এলএম টেন। ডান প্রান্ত থেকে ইনিয়েস্তার বাড়ানো বলে মেসির প্লেসিং শট সেভিলার জালে জড়িয়ে যায় (৩-১)। খেলা শেষ হওয়ার দুই মিনিট আগে ফ্যাব্রিগাসের গোলে ৪-১ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে টাটা মার্টিনোর শিষ্যরা। সূত্র: ইন্টারনেট