২০২০ সালে সড়ক-রেল-নৌপথ দুর্ঘটনায় ৭৩১৭ জন নিহত
২০২০ সালে সারাদেশে সড়ক দুর্ঘটনায় ৬ হাজার ৬৮৬ জন নিহত হয়েছেন। আর আহত হয়েছেন ৮ হাজার ৬০০ জন। রেলপথে দুর্ঘটনায় ৩১৮ জন মারা গেছেন, আহত হয়েছেন ৭৯ জন। নৌ দুর্ঘটনায় ৩১৩ জন নিহত হয়েছেন। আর ৩৪২ জন আহত ও ৩৭১ জন নিখোঁজ হন। অর্থাৎ সড়ক, রেল ও নৌপথে দুর্ঘটনায় মোট মারা গেছেন ৭ হাজার ৩১৭ জন। আর এই তিনপথে মোট আহত হয়েছেন ৯ হাজার ২১ জন।
আজ শনিবার সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে ‘বার্ষিক সড়ক দুর্ঘটনা প্রতিবেদন-২০২০’ প্রকাশ অনুষ্ঠানে এ তথ্য জানায় বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতি।
এতে জানানো হয়, গত বছর সড়ক, রেল ও নৌপথে মোট ৫ হাজার ৩৯৭টি দুর্ঘটনা ঘটে। এর মধ্যে সড়কে ৪ হাজার ৮৯১টি, রেলপথে ৩২৩টি, নৌপথে ১৮৩টি দুর্ঘটনা ঘটে।
সংগঠনটির মহাসচিব মো. মোজাম্মেল হক চৌধুরী বলেন, দেশের জাতীয়, আঞ্চলিক ও অনলাইন সংবাদমাধ্যমে প্রকাশিত সংবাদের ভিত্তিতে এই প্রতিবেদন তৈরি করা হয়েছে।