বাংলাদেশে প্রথম ট্যুরিজম ভিত্তিক নিউজ পোর্টাল|Friday, January 10, 2025
সাইটে আপনার অবস্থানঃ Home » আর্ন্তজাতিক » ১০ মার্কিন সেনা আটকের বার্ষিকীতে নৌ মহড়া ইরানের

১০ মার্কিন সেনা আটকের বার্ষিকীতে নৌ মহড়া ইরানের 

184149_bangladesh_pratidin_iran

ইরানের স্বেচ্ছাসেবী বাহিনী বাসিজের নৌ ইউনিটের তৃতীয় মহড়া শেষ হয়েছে। পারস্য উপসাগরে ১০ মার্কিন মেরিন সেনা আটকের বার্ষিকী উপলক্ষে এ মহড়া চালানো হয়েছে।

২০১৬ সালের ১২ জানুয়ারিতে ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি পানি সীমা লঙ্ঘনের দায়ে দু’টি মার্কিন নৌযান আটক করে। দু’টি নৌযানে ছিল ১০ মার্কিন মেরিন সেনা। তারা পারস্য উপসাগরীয় ফার্সি দ্বীপের তিন মাইলের মধ্যে ঢুকে পড়েছিল।

ইরানের বাসিজ বাহিনী ফার্সি দ্বীপের উপকূলে এই মহড়া চালিয়েছে। এতে অংশ নিয়েছে বিভিন্ন ধরণের সাতশ’ নৌযান। এ সময় প্রতিরক্ষামূলক অনুশীলন সম্পন্ন করা হয়।

আইআরজিসি’র নৌ ইউনিটের জোন-২ এর কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল রামাজান জিররাহি বলেছেন, ফার্সি দ্বীপের চারপাশে এই মহড়ার আয়োজন করা হয়। ফার্সি দ্বীপ হচ্ছে একটি সামরিক দ্বীপ। এটি নিয়ন্ত্রণ করে আইআরজিসি।

শেয়ার করুন !!Share on FacebookTweet about this on TwitterShare on Google+Share on LinkedInShare on RedditBuffer this pageDigg thisShare on TumblrPin on PinterestShare on StumbleUponFlattr the authorEmail this to someone