যুক্তরাষ্ট্রে ডিসেম্বর মাসে চাকরি হারিয়েছে ১ লাখ ৪০ হাজার নারী
যুক্তরাষ্ট্রে ডিসেম্বর মাসে চাকরি হারিয়েছে ১ লাখ ৪০ হাজার নারী। শুক্রবার ব্যুরো অফ লেবার স্ট্যাটিসটিকস প্রকাশিত যুক্তরাষ্ট্রের শ্রমবাজার সম্পর্কিত তথ্যের বরাত দিয়ে মার্কিন সংবাদমাধ্যম সিএনএন এ খবর প্রকাশ করেছে।
প্রতিবেদনে বলা হয়, গত ডিসেম্বর মাসে নিয়োগদাতারা ১ লাখ ৪০ হাজার কর্মীকে ছাঁটাই করেছেন। যার মধ্যে সবাই নারী।
যুক্তরাষ্ট্রে এখন বেকারত্বের হার ৬.৭ শতাংশ। প্রথমবারের মতো সাত মাসেও এই বেকারত্বের হারের উন্নতি হয়নি।
হিস্পানিক কর্মী, কিশোর-কিশোরী ও নারীদের মধ্যে বেকারত্বের হার বেড়েছে।
Posted in: আর্ন্তজাতিক