বাংলাদেশে প্রথম ট্যুরিজম ভিত্তিক নিউজ পোর্টাল|Sunday, December 22, 2024
সাইটে আপনার অবস্থানঃ Home » প্রযুক্তি » বছরের সেরা ১০ স্মার্টফোন

বছরের সেরা ১০ স্মার্টফোন 

52f8686ba3a71-kitkat

প্রযুক্তি ডেস্ক : স্যামসাংয়ের স্মার্টফোন ও ট্যাবলেটের কয়েকটি মডেলে অ্যান্ড্রয়েডের কিটক্যাট সংস্করণটি আপডেট করার সুযোগ আসবে শিগগিরই। গ্যালাক্সি নোট ও গ্যালাক্সি এস৪ সিরিজে এই সুযোগ আসতে পারে।
অ্যান্ড্রয়েডব্লগ ফ্যানড্রয়েডের তথ্য অনুযায়ী, কমপক্ষে ১০টি মডেলের স্যামসাং পণ্যে অ্যান্ড্রয়েড ৪.৪ কিটক্যাট আপডেট আসতে পারে।
স্যামসাং সূত্রের বরাতে ফ্যানড্রয়েড জানিয়েছে, ট্যাবলেট ও স্মার্টফোনের নতুন ও জনপ্রিয় কয়েকটি মডেলে এই আপডেট আসবে। যে মডেলগুলোতে আপডেট আসতে পারে সেগুলো হচ্ছে-গ্যালাক্সি এস৪, এস৪ অ্যাকটিভ, এস৪ জুম, গ্যালাক্সি নোট ৮, নোট থ্রি, নোট টু, গ্যালাক্সি মেগা, ট্যাব থ্রি, এস৩ ও এসথ্রি মিনি।
প্রসঙ্গত, গত বছরের ৩১ অক্টোবর কিটক্যাট সংস্করণটি উন্মুক্ত করেছে গুগল।

শেয়ার করুন !!Share on FacebookTweet about this on TwitterShare on Google+Share on LinkedInShare on RedditBuffer this pageDigg thisShare on TumblrPin on PinterestShare on StumbleUponFlattr the authorEmail this to someone