বাংলাদেশে প্রথম ট্যুরিজম ভিত্তিক নিউজ পোর্টাল|Friday, January 10, 2025
সাইটে আপনার অবস্থানঃ Home » আর্ন্তজাতিক » ৫ বছরে ৪০ হাজার আফগান নাগরিক ও ৯৮ মার্কিন সেনা নিহত: আশরাফ গনি

৫ বছরে ৪০ হাজার আফগান নাগরিক ও ৯৮ মার্কিন সেনা নিহত: আশরাফ গনি 

133708_bangladesh_pratidin_012

গত ৫ বছরে ৪০ হাজারের বেশি আফগান নাগরিক নিহত হয়েছে। আর একই সময়ে মার্কিন সেনা নিহত হয়েছে মাত্র ৯৮ জন বলে জানিয়েছেন আফগানিস্তানের প্রেসিডেন্ট আশরাফ গনি।

মার্কিন নিউজ চ্যানেল সিএনএনকে দেয়া এক সাক্ষাৎকারে আশরাফ গনি বলেন, ‘২০১৫ সালে আমি প্রেসিডেন্টের দায়িত্ব গ্রহণ করার পর আফগানিস্তানে মার্কিন সেনা নিহত হয়েছে ৯৮ জন। অথচ আমার দেশের সামরিক ও বেসামরিক নাগরিক নিহত হয়েছে ৪০ হাজারেরও বেশি। আমরা মার্কিন নাগরিকদের নিরাপত্তা রক্ষা করেছি।’

তিনি আফগানিস্তান থেকে মার্কিন সেনা পুরোপুরি প্রত্যাহারের সিদ্ধান্ত নেয়ার আগে দু’দেশের স্বার্থ বিবেচনায় নেয়ার জন্য নির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের প্রতি আহ্বান জানান। আফগান প্রেসিডেন্ট বলেন, যেকোনো মূল্যে তার দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও অখণ্ডতা রক্ষা করতে হবে।

সিএনএনকে দেয়া সাক্ষাৎকারে প্রেসিডেন্ট গনি তালেবানের সঙ্গে তার সরকারের চলমান শান্তি প্রক্রিয়া নিয়েও কথা বলেন। তিনি জানান, শান্তি আলোচনা কিভাবে চলবে তার রূপরেখা ঠিক করতেই চার মাস সময় ব্যয় হয়েছে।

এখন আলোচনার মূল পর্বে ইতিবাচক ফল পাওয়া যাবে বলে তিনি আশা প্রকাশ করেন। আফগান প্রেসিডেন্ট ইতিবাচক দৃষ্টিভঙ্গি নিয়ে আলোচনায় বসার জন্য তালেবানের প্রতি আহ্বান জানান।

শেয়ার করুন !!Share on FacebookTweet about this on TwitterShare on Google+Share on LinkedInShare on RedditBuffer this pageDigg thisShare on TumblrPin on PinterestShare on StumbleUponFlattr the authorEmail this to someone