বাইডেনের শপথ অনুষ্ঠানে ট্রাম্প সমর্থকদের হামলার আশঙ্কা
মার্কিন প্রেসিডেন্ট হিসেবে ডোনাল্ড ট্রাম্পের মেয়াদ একেবারেই দ্বারপ্রান্তে পৌছে গেছে। ২০ জানুয়ারি অভিষিক্ত হচ্ছেন পরবর্তী মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। এদিকে, এদিন বাইডেনের শপথ অনুষ্ঠানে হামলার আশঙ্কার কথা জানিয়েছে বিভিন্ন গণমাধ্যম।
বিশ্লেষণে তারা বলছে, ট্রাম্প সমর্থকরা এখনো অনলাইনে নানা তৎপরতা চালিয়ে যাচ্ছে। ক্যাপিটল হিলে হামলার পর থেকে নিজেদেরকে আরও বেশি শক্তিশালী ভাবতে শুরু করেছে ট্রাম্পের কট্টর সমর্থকবরা। জোরালো হচ্ছে তাদের সহিংসতার আহ্বান।
উল্লেখ্য, ৬ই জানুয়ারি ক্যাপিটল হিলে ট্রাম্প সমর্থকরদের নজিরবিহীন তাণ্ডবে এক পুলিশ কর্মকর্তাসহ প্রাণ হারায় ৫ জন।
Posted in: আর্ন্তজাতিক