জাতিসংঘের মহাসচিব পদে দ্বিতীয়বার থাকতে চান গুতেরেস
জাতিসংঘের মহাসচিব পদে দ্বিতীয় মেয়াদে থাকতে চান ৭১ বছর বয়সী আন্তোনিও গুতেরেস। তিনি নিরাপত্তা পরিষদের স্থায়ী পাঁচ সদস্য দেশকে বলেছেন, ‘তিনি দ্বিতীয় মেয়াদে জাতিসংঘের প্রধান পদে থাকতে চান।
দুই কূটনীতিকের বরাত দিয়ে রবিবার ব্লুমবার্গ এ খবর জানায়।
জাতিসংঘ সাধারণ পরিষদের প্রেসিডেন্টকে গুতেরেস শিগগিরই আনুষ্ঠানিকভাবে তার এই আগ্রহের কথা জানাবেন বলে জানানো হয়েছে খবরে।
ব্লুমবার্গ জানায়, দ্বিতীয় মেয়াদে মহাসচিব পদে থাকার ব্যাপারে সিদ্ধান্ত নেওয়ার জন্য গুতেরেস গত বছর ৩ নভেম্বর যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত প্রেসিডেন্ট নির্বাচনের ফলের অপেক্ষায় ছিলেন। এখন জো বাইডেন নতুন মার্কিন প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ায় গুতেরেস আরেকবার মহাসচিব পদে থাকতে চান।
বিদায়ী মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের আমলে বিভিন্ন বিষয়ে যুক্তরাষ্ট্র ও জাতিসংঘ প্রায়ই বিরোধে জড়ায়। ট্রাম্প আমলে যুক্তরাষ্ট্র বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) থেকে সরে যায়।
২০১৭ সালের জানুয়ারিতে ৫ বছরের জন্য জাতিসংঘের নবম মহাসচিব হিসেবে দায়িত্ব গ্রহণ করেন আন্তোনিও গুতেরেস। এ বছরের শেষে তার মেয়াদ শেষ হবে।