ফের শুনানি কাল মার্কিন সিনেটে বাংলাদেশ নিয়ে
এইদেশ এইসময়, ডেস্ক : বাংলাদেশে গণতান্ত্রিক সমঝোতা ও শ্রমিক অধিকার পরিস্থিতি’ শিরোনামে একটি শুনানি আগামীকাল মঙ্গলবার যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রবিষয়ক সিনেট কমিটিতে অনুষ্ঠিত হবে। ওয়াশিংটনের স্থানীয় সময় সকাল ১০টায় অনুষ্ঠিতব্য এই শুনানিতে বাংলাদেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি ও শ্রমিক অধিকারের বিষয় নিয়ে আলোচনা হবে। এতে সভাপতিত্ব করবেন সিনেট কমিটির চেয়ারম্যান রবার্ট মেনেন্ডেজ।
শুনানিতে একটি প্যানেলে যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী নিশা দেশাই বিসওয়াল তার মতামত তুলে ধরবেন। প্যানেলে বক্তব্য দেবেন যুক্তরাষ্ট্রের শ্রম মন্ত্রণালয়ে ব্যুরো অব ইন্টারন্যাশনাল লেবার অ্যাফেয়ার্সের সহযোগী ডেপুটি আন্ডার সেক্রেটারি এরিক বিয়েল।
দ্বিতীয় প্যানেলে বক্তব্য দেবেন ওয়াশিংটনভিত্তিক এলায়েন্স ফর বাংলাদেশ ওয়ার্কার সেইফটির পরিচালনা পর্ষদের চেয়ারম্যান এলেন টশার ও শ্রমিক অধিকার নেত্রী বাংলাদেশ সেন্টার ফর ওয়ার্কার সলিডারিটির নির্বাহী পরিচালক কল্পনা আকতার।
যুক্তরাষ্ট্রের সিনেট কমিটির ওয়েবসাইটে এ তথ্য প্রকাশ করা হয়েছে। এতে আরো বলা হয়েছে, মার্কিন বাজারে বাংলাদেশি পণ্যের শুল্কমুক্ত সুবিধা (জিএসপি) পুনর্বহাল করা হবে কিনা তা নিয়ে আগামী মে মাসে চূড়ান্ত শুনানি হবে। তবে তার ৩ মাস আগেই বাংলাদেশের শ্রম অধিকার পরিস্থিতি নিয়ে আলোচনায় বসছে এই কমিটি।
গার্মেন্টস কারখানার কর্ম পরিবেশের উন্নতিসহ কিছু শর্তে ২০১৩ সালের জুন মাসে যুক্তরাষ্ট্রের বাজারে বাংলাদেশের জিএসপি সুবিধা স্থগিত করা হয়। অন্যদিকে বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে যুক্তরাষ্ট্রের সিনেট কমিটিতে এর আগে আরো দুই দফা শুনানি হয়েছে।