সিআইএর নতুন পরিচালক উইলিয়াম জে. বার্নস
যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থা সেন্ট্রাল ইনটেলিজেন্স এজেন্সির (সিআইএ) নতুন পরিচালক হিসেবে দায়িত্ব নেবেন উইলিয়াম জে. বার্নস। সাবেক মার্কিন প্রেসিডেন্ট রোনাল্ড রিগান থেকে শুরু করে বারাক ওবামার আমল পর্যন্ত পররাষ্ট্র মন্ত্রণালয়ের হয়ে দায়িত্ব পালন করেছেন উইলিয়াম জে. বার্নস।
মার্কিন সংবাদমাধ্যম সিএনএন সোমবার সন্ধ্যায় এ খবর প্রকাশ করেছে।
নতুন সিআইএ পরিচালকের বিষয়ে ঘোষণা দিয়েছেন যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট জো বাইডেন। আগামী ২০ জানুয়ারি ডোনাল্ড ট্রাম্পের কাছ থেকে দায়িত্ব বুঝে নেবেন বাইডেন।
বার্নসকে সিআইএ পরিচালক হিসেবে বেছে নিয়ে বাইডেন বলেছেন, তিনি আমাদের পরবর্তী সিআইএ পরিচালক হিসেবে দায়িত্ব নেওয়ার পর আমেরিকার মানুষ শান্তিতে ঘুমাতে পারবে। তিনি খুবই অসাধারণ কূটনৈতিক। আমাদের দেশকে নিরাপদ রাখতে বিশ্ব মঞ্চে দীর্ঘ সময় দায়িত্ব পালনের অভিজ্ঞতা আছে তার। আমার মতো তিনিও বিশ্বাস করেন গোয়েন্দা বিভাগ হবে রাজনৈতিক প্রভাবমুক্ত।