যুক্তরাষ্ট্রজুড়ে সহিংসতার বিষয়ে সতর্ক করছে এফবিআই
যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থা ফেডারেল ব্যুরো অব ইনভেস্টিগেশন (এফবিআই) যুক্তরাষ্ট্র জুড়ে সশস্ত্র বিক্ষোভের বিষয়ে সতর্ক করে যাচ্ছে। জো বাইডেনের শপথের আগে থেকে শুরু হতে পারে এই বিক্ষোভ। আগামী ২০ জানুয়ারি ট্রাম্প প্রশাসনের কাছ থেকে ক্ষমতা গ্রহণ করবে বাইডেন সরকার।
যুক্তরাষ্ট্রের ৫০টি অঙ্গরাজ্য ও ওয়াশিংটন ডিসিতে সশস্ত্র গোষ্ঠী জড়ো হওয়ার পরিকল্পনা করছে বলে খবর পাওয়া গেছে। বিক্ষোভ সামাল দিতে নিরাপত্তা জোরদার করা হয়েছে।
সোমবার বাইডেন বলেছেন, ক্যাপিটল হিলের সামনে শপথ নিতে তিনি ভীত নন।
গত ৬ জানুয়ারি হাজার হাজার ট্রাম্প সমর্থক যুক্তরাষ্ট্রের সংসদ ভবন ক্যাপিটল হিলে ঢুকে পড়ে তাণ্ডব চালায়। ওই ঘটনার পুনরাবৃত্তি হতে দেওয়া হবে না বলে অঙ্গীকার করেছে আইনশৃঙ্খলা বাহিনী।