মাস্তানদের পক্ষে কথা বলছেন প্রধানমন্ত্রী : মান্না
এইদেশ এইসময়, ঢাকা : নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না বলেছেন, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ঘটনায় প্রধানমন্ত্রী সংসদে দাঁড়িয়ে নির্লজ্জ বক্তব্য দিয়েছেন। তিনি আরো বলেন, রাজশাহী বিশ্ব বিদ্যালয়ে শিবিরের কোনো সংশ্লিষ্টতা ছিল না। প্রধানমন্ত্রী তার দলের মাস্তানদের পক্ষ নিয়ে কথা বলেছেন।
সোমবার দুপুর সাড়ে ১২টায় জাতীয় প্রেসক্লাবের সামনে এক মানববন্ধনে অংশ নিয়ে তিনি এ কথা বলেন। রাজশাহী বিশ্ববিদ্যালয়ে সাধারণ শিক্ষার্থীদের উপর পুলিশ এবং ছাত্রলীগের হামলার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে মানববন্ধন করেছে সিপিবি, বাসদ, গণফোরাম ও নাগরিক ঐক্য।
মানববন্ধন থেকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ঘটনায় হামলাকারীদের গ্রেফতারের দাবি জানানো হয়েছে।
মানববন্ধনে চারটি সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।