বাংলাদেশে প্রথম ট্যুরিজম ভিত্তিক নিউজ পোর্টাল|Sunday, December 22, 2024
সাইটে আপনার অবস্থানঃ Home » জাতীয় » কিছু নেতা দিনে বিএনপি রাতে আওয়ামী লীগ, খালেদার ক্ষোভ

কিছু নেতা দিনে বিএনপি রাতে আওয়ামী লীগ, খালেদার ক্ষোভ 

kha ai

প্রধান প্রতিবেদক : সরকার বিরোধী আন্দোলনে ঢাকা মহানগর বিএনপিকে ব্যর্থ বললেন স্বয়ং দলটির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। এসময় তিনি ঢাকার নেতাদের তিরস্কার করে বলেছেন, তোমরা ব্যর্থ হলেও আমি সফল। জনগণ সফল হয়েছে।তাই তোমাদের দিয়ে হবে না।আমি নতুন কমিটি করবো।

সোমবার রাতে গুলশানের রাজনৈতিক কার্যামলয়ে আন্দোলনে ব্যর্থ হওয়ায় কমিটি পুনর্গঠনের লক্ষ্যে ঢাকা মহানগর বিএনপির নেতাদের সঙ্গে বৈঠক করেন খালেদা জিয়া। প্রায় দুই ঘণ্টা বৈঠক করেন তিনি।

বৈঠকে উপস্থিত কয়েকজন নেতার সঙ্গে কথা বলে জানা যায়, বৈঠকের শুরুতে মহানগর নেতাদের মধ্যে সাবেক কয়েকজন কমিশনার বক্তব্য দেন।পরে ১০ থেকে ১২ জন নেতার বক্তব্য শোনেন তিনি। এসব নেতারা, আন্দোলনে নিজেদের ব্যর্থতার কথা স্বীকার করেন। পাশাপাশি প্রস্তুতি থাকলেও সরকারের দমন-পীড়নকে আন্দোলনে সক্রিয় অংশগ্রহণ না করার দায়ী করেন।

উপস্থিত নেতাদের উদ্দেশে খালেদা জিয়া বলেন, ‘মামলা ও গ্রেফতারের ভয়ে পালিয়ে থাকলে হবে না। আপনারা ঘরে থাকলেও সরকার মামলা দেবে। বিএনপি ছেড়ে দিলেও মামলা দেবে। আপনারা রাজনীতি করতে এসেছেন, তাই রাজপথে থাকতে হবে।’ এসময় খালেদা জিয়া বলেন, ‘নতুন কমিটি গঠনের বিষয়ে কেউ বাধা দিলে তা আমি দেখবো।’

বৈঠক সূত্রে জানা গেছে, খালেদা জিয়া উপস্থিত নেতাদের উপর তীব্র ক্ষোভ প্রকাশ করে মহানগর কমিটি ভেঙে দিয়ে নতুন কমিটি করার কথা বলেন।

তিনি বলেন, ‘অনেক বড় বড় কথা বললেও মহানগরে যে কমিটি গঠন করা হয়েছে তা পকেট কমিটি হয়েছে। এই কমিটিতে অনেক ত্যাগী, পরিক্ষিত, সৎ নেতারা স্থান পাননি। দলের দুর্দিনে যারা কাজ করেছে তারা নতুন কমিটিতে স্থান পাবে।’

খালেদা জিয়া বলেছেন, যারা ব্যর্থ হয়েছে তাদের বাদ দেয়া হবে। আর যারা সফল হয়েছে এবং নতুন ত্যাগী ও যোগ্যদের সমন্বয়ে নতুন কমিটি গঠন করা হবে।

তিনি আরো বলেন, এই কমিটিতে কিছু লোক আছে যারা দিনে বিএনপি ও রাতে আওয়ামী লীগ করে। তাদেরকে বাদ দেয়া হবে। সব আমার নলেজে আছে। এখন আর এসব চলবে না। যারা কাজ করেনি তারা বাদ পড়বে।”

কমিটি দুইভাগে ভাগ করার বিষয়ে খালেদা জিয়া বলেন, এখন ঢাকা শহরে প্রায় আড়াই কোটি মানুষ। দুই ভাগে ভাগ করার বিষয়টি বিবেচনাধীন। স্থায়ী কমিটির বৈঠকে এ বিষয়ে সিদ্ধান্ত হবে।”

সালামের ওপর ক্ষোভ প্রকাশ
বৈঠক সূত্রে জানা গেছে, মহানগর নেতাদের সঙ্গে বৈঠকে গ্রেফতার হয়ে আহ্বায়ক সাবেক হোসেন খোকা কারাগারে থাকায় উপস্থিত সদস্য সচিব আবদুস সালামের ওপর ক্ষোভ প্রকাশ করলেন খালেদা জিয়া।তিনি আন্দোলনে মহানগর বিএনপিকে ব্যর্থ উল্লেখ করে সালামের ওপর ক্ষোভ প্রকাশ করেন।

জানা গেছে, মহানগর কমিটি পুনর্গঠনের বিষয়ে সালাম পুরোনো যারা আছেন তাদের নিয়েই নতুন উদ্যোমে কাজ করার বিষয়ে মত দেন। এসময় খালেদা জিয়া সালামকে ধমক দিয়ে বলেন, ‘কমিটি কিভাবে হবে তা তুমি বলার কে? কমিটি করার জন্যই আমি এখানে বসেছি। দুই বছরেও নগরের ওয়ার্ড কমিটি করা হয়নি। মহানগর কমিটি আন্দোলনে পুরোপুরি ব্যর্থ হয়েছে। এই কমিটি ভেঙে দেয়ার জন্যই আমি এখানে বসেছি।

২৯ ডিসেম্বর মার্চ ফর ডেমোক্রেসির কর্মসূচির কথা উল্লেখ করে সালামের উদ্দেশে খালেদা জিয়া বলেন, ২৯ তারিখের কর্মসূচি সফল করার দায়িত্ব ছিল ঢাকা মহানগর বিএনপির। অনেকে অনেক বড় বড় কথা বলেন, কিন্তু কর্মসূচি সফল করতে তারা পুরোপুরি ব্যর্থ হয়েছে। যেখানে সারাদেশে আন্দোলন জোরদার হয়েছে সেখানে ঢাকায় কিছুই হয়নি।’

এসময় এ ব্যর্থতার কারণও জানতে চান বিএনপি চেয়ারপারসন।

তখন অবশ্য আন্দোলনে ব্যর্থতার দায় স্বীকার করেছেন সালাম।

এদিকে বৈঠক শুরুর আগে চেয়ারপারসনের কার্যাালয়ে প্রবেশের সময় নেতাকর্মীদের তোপের মুখে পড়েন আবদুস সালাম। এ সময় নেতাকর্মীরা তাকে উদ্দেশ্য করে ‘সরকারের দালাল’ বলে স্লোগান দেয়।

শেয়ার করুন !!Share on FacebookTweet about this on TwitterShare on Google+Share on LinkedInShare on RedditBuffer this pageDigg thisShare on TumblrPin on PinterestShare on StumbleUponFlattr the authorEmail this to someone