বাংলাদেশে প্রথম ট্যুরিজম ভিত্তিক নিউজ পোর্টাল|Thursday, December 26, 2024
সাইটে আপনার অবস্থানঃ Home » আর্ন্তজাতিক » সাবমেরিন থেকে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র উন্মোচন করলো উত্তর কোরিয়া

সাবমেরিন থেকে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র উন্মোচন করলো উত্তর কোরিয়া 

184434_bangladesh_pratidin_north

সাবমেরিন থেকে নিক্ষেপযোগ্য নতুন ধরনের দূরপাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র উন্মোচন করেছে উত্তর কোরিয়া। দেশটির গণমাধ্যম এই ক্ষেপণাস্ত্রকে ‘বিশ্বের সবচেয়ে শক্তিশালী অস্ত্র’ বলে বর্ণনা করেছে।

উত্তর কোরিয়ার রাষ্ট্র নিয়ন্ত্রিত গণমাধ্যমগুলো জানিয়েছে, শুক্রবার দেশটির সর্বোচ্চ নেতা কিম জং উনের উপস্থিতিতে অনুষ্ঠিত সামরিক কুচকাওয়াজে এই ক্ষেপণাস্ত্র প্রদর্শন করা হয়। কিম জং উন এক রাষ্ট্রীয় অনুষ্ঠানে আমেরিকাকে তার দেশের ‘এক নম্বর শত্রু’ হিসেবে অভিহিত করার কয়েকদিন পর নতুন এ অস্ত্র উন্মোচন করা হলো।

নির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন আনুষ্ঠানিকভাবে রাষ্ট্রীয় ক্ষমতা গ্রহণ করার ছয়দিন আগে উত্তর কোরিয়া তার সামরিক শক্তির জানান দিল।

উত্তর কোরিয়ার গণমাধ্যমে প্রকাশিত ছবিতে অন্তত চারটি বড় আকারের ক্ষেপণাস্ত্র দেখা যায় যেগুলো দেশটির পতাকা হাতে সমবেত জনতার সামনে দিয়ে বহন করে নিয়ে যাওয়া হচ্ছে। পর্যবেক্ষকরা বলছেন, উত্তর কোরিয়ার এর আগে এ ধরনের সমরাস্ত্র দেখা যায়নি।

শেয়ার করুন !!Share on FacebookTweet about this on TwitterShare on Google+Share on LinkedInShare on RedditBuffer this pageDigg thisShare on TumblrPin on PinterestShare on StumbleUponFlattr the authorEmail this to someone